Assistant Professor: রাজ্যের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক পদে নিয়োগ করবে, বেতন ৫০ হাজার টাকা পর্যন্ত

268
Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

সহকারী অধ্যাপক নিয়োগ

Assistant Professor Recruitment: এবার শিক্ষকতার সুযোগ এল রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। সহকারী অধ্যাপক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সহকারী অধ্যাপক (assistant professor) পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

শূন্যপদ

বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। অবশ্য প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: রাজ্যের স্কুলে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে, আবেদন করুন এইভাবে




বেতন

মাসিক বেতন নয়, লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। 

শিক্ষাগত যোগ্যতা

বিভাগে ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে।

পড়ুন:  শিক্ষকের চাকরি বাতিল: প্রবল বৃষ্টিতেও অটল ৬৯ হাজার শিক্ষক নিয়োগ প্রার্থী, আগামীকাল থেকে আসরে আরও একটি সংগঠন

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরির প্রার্থীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৩ সেপ্টেম্বর। ওই দিন থেকে ১৪ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

পড়ুন:  SBI Clerk Recruitment: 13735টি শূন্যপদে নিয়োগ করছে এসবিআই, খুশির খবর চাকরি প্রার্থীদের