আর নয় ফাঁকিবাজি! শিক্ষকদের হাজিরায় কড়াকড়ি করতে আসছে বিশেষ অ্যাপ, থাকবে জিপিএস

জানা যাচ্ছে, ওই বিশেষ অ্যাপ বাধ্যতামূলকভাবে শিক্ষকদের ইনস্টল করতে হবেই। স্কুলে পৌঁছে সেই অ্যাপ খুলে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের মতো বায়োমেট্রিক সিস্টেমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের।

4980
আপার প্রাইমারি শিক্ষক পে স্কেল

উত্তর দিনাজপুর: আর ফাঁকি দেওয়া যাবেনা, স্কুলে হাজিরায় কড়াকড়ি করতে আসছে বিশেষ অ্যাপ।  ওই বিশেষ অ্যাপ বাধ্যতামূলকভাবে শিক্ষকদের ইনস্টল করতে হবেই। স্কুলে পৌঁছে সেই অ্যাপ খুলে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের মতো বায়োমেট্রিক সিস্টেমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের। হাজিরা নিয়ে এবার এবার কড়া পদক্ষেপের পথে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

পড়ুন:  এমএসসি ও বিএড করা শিক্ষকের থেকে সরকারি স্কুলে বেতন বেশি দশম শ্রেণি পাশ দারোয়ানের!

এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) জানিয়েছেন, অভিযোগ প্রচুর। স্কুলে না আসা, সময়ে না থাকা, ক্লাস না নিয়ে অন্যকাজে চলে যাওয়া বা প্রশাসনিক কাজে থাকার নামে বাইরে চলে যাওয়ার মতো অনেক অভিযোগ এসেছে শিক্ষকদের বিরুদ্ধে। সে কারণেই জেলা প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,৪৬৮ টি। মোট শিক্ষকের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। বিভিন্ন প্রাথমিক স্কুলে সঠিক সময়ে স্কুলে শিক্ষকরা আসেন বলেই অভিযোগ আসে। এই কারণেই এই বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে। পুজোর ছুটির পরেই পাকাপাকিভাবে এই ব্যবস্থা চালু হবে বলে জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে খবর। 

পড়ুন:  শোক সংবাদ: নিখোঁজ শিক্ষকের রহস্যমৃত্যু! বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ

জানা যাচ্ছে, ওই বিশেষ অ্যাপ বাধ্যতামূলকভাবে শিক্ষকদের ইনস্টল করতে হবেই। স্কুলে পৌঁছে সেই অ্যাপ খুলে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের মতো বায়োমেট্রিক সিস্টেমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের। অ্যাপের সঙ্গে জুড়ে থাকছে জিপিএস। ফলে শিক্ষকরা স্কুল টাইমে কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন সবটাই নজরাধীন থাকবে প্রশাসনের। 

পড়ুন:  মর্মান্তিক: কর্মক্ষেত্রে সমস্যা, অস্বাভাবিক মৃত্যু শিক্ষকের! কান্নায় ভেঙে পড়েছে পরিবার