UPSC: সিভিল সার্ভিসেসে পরীক্ষার ফল প্রকাশ, বাংলা থেকে সফল ১১ জন, জেনেনিন

701

নিউজ ডেস্ক: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। সেপ্টেম্বর 2024-এ লিখিত পরীক্ষার হয়েছিল। জানুয়ারি এবং এপ্রিল 2025-এর মধ্যে অনুষ্ঠিত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল৷ ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), এবং সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ পদে নিয়োগ হবে।

পড়ুন:  অসাধারণ: পিসিএস পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করে নজির স্থাপন করলেন আফিয়া জাভেদ, জানলে আপনার ভালো লাগবে

চূড়ান্ত সফল তালিকায় রাজ্য সরকার চালিত সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের পাঁচ প্রশিক্ষিত রয়েছেন। এদের মধ্যে দু’জন মহিলা। দু’জনে‌‌ই আ‌ইএএস ক্যাডার পেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, সিভিল সার্ভিসের সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের আরও কয়েকজন প্রার্থী সফল হয়েছেন। তাঁদেরও শুভেচ্ছা জানাই। 

পড়ুন:  Assistant Professor: সহকারী অধ্যাপক সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করবে UPSC, কত শূন্যপদ?

সরকারি সূত্রের খবর, সবমিলিয়ে রাজ্য থেকে সফলের তালিকায় মোট ১১ জন থাকতে পারেন। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় রাজ্য সরকারের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত সফলদের নাম ও র‌্যাঙ্ক উল্লেখ করেছেন। এঁরা হলেন, মেঘনা চক্রবর্তী (৭৯), সহর্ষ কুমার (১৫৩), পারমিতা মালাকার (৪৭৭), রাজদীপ ঘোষ (৭৮৯) এবং প্রভীন কুমার (৮৩৭)। 

পড়ুন:  UGC NET ডিসেম্বর 2024: আজই ফি জমা করার শেষ দিন, সংশোধিত সময়সূচী দেখুন

নির্বাচিত 1009 জন প্রার্থীর মধ্যে, 335 জন সাধারণ শ্রেণির, 109 জন অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে (EWS), 318 জন অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), 160 জন তফসিলি জাতি (SC), এবং 87 জন তপশিলি উপজাতি (ST)।