নিউজ ডেস্ক: আদালতের নির্দেশের পরে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার পথে স্কুল সার্ভিস কমিশন। যদিও নিয়োগের সুপারিশপত্র থাকা সত্ত্বেও স্কুলে যোগ দিতে পারছেন না উচ্চ প্রাথমিকের বেশ কিছু প্রার্থী। যার ফলে তারা সমস্যায় পড়েছেন। এ নিয়ে অভিযোগ উঠছে। মূলত বিভিন্ন স্কুলে ম্যানেজিং কমিটি বা পরিচালন কমিটি না থাকা বা প্রশাসক না থাকার ফলেই সমস্যা হচ্ছে বলে অভিযোগ প্রার্থীদের। আবার অনেক ক্ষেত্রে জেলা স্কুল পরিদর্শকের উদ্যোগের অভাবের অভিযোগ উঠেছে।
দেখা যাচ্ছে, অনেকে প্রাইমারি বা আপার প্রাইমারি বা অন্য কোন চাকরি ছেড়ে বা ফ্রেশ ক্যান্ডিডেট আপার প্রাইমারির কাউন্সেলিং এ নতুন স্কুল পছন্দ করেছেন। জয়েন করতে গিয়ে দেখেন সেই স্কুলে ম্যানেজিং কমিটি নেই, এডমিনিস্ট্রেটর এখনো নিয়োগ হয়নি অথবা ডিডিও রয়েছেন। কেউ তাঁদের জয়েন করাচ্ছেন না। এই অবস্থায় দুকুল হারিয়ে বিপাকে বহু চাকরি প্রার্থী। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।
তিনি বলেন, “অনেকে প্রাইমারি বা আপার প্রাইমারি বা অন্য কোন চাকরি ছেড়ে বা ফ্রেশ ক্যান্ডিডেট আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে নতুন স্কুল পছন্দ করেছেন। জয়েন করতে গিয়ে দেখেন সেই স্কুলে ম্যানেজিং কমিটি নেই, এডমিনিস্ট্রেটর এখনো নিয়োগ হয়নি অথবা ডিডিও রয়েছেন। এই অজুহাতে কেউ তাঁদের জয়েন করাচ্ছেন না। এই অবস্থায় দুকুল হারিয়ে বিপাকে বহু চাকরি প্রার্থী। এ বিষয়ে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি বিষয়টি এসএসসি চেয়ারম্যান, পর্ষদ সভাপতি এবং শিক্ষা দপ্তরের তুলে ধরেছি দ্রুত সমাধানের জন্য। এ ধরনের অন্য কোন সমস্যা থাকলে আপনারা জানাবেন। আগামী ১৭ ডিসেম্বর শিক্ষা দপ্তরে আমরা যাচ্ছি। মুখোমুখি বিষয়গুলি তুলে ধরা হবে।”
তিনি আরও বলেন, পাশাপাশি আরেকটি সমস্যা হল ইন সার্ভিস ব্যক্তিরা রিলিজ পাওয়ার ক্ষেত্রে বোর্ড থেকে অনুমোদন না হলে চাকরি প্রার্থীরা রিলিজ নিতে পারছেন না। তার জন্য বিদ্যালয় প্রধানের মধ্য দিয়ে ডিআই এবং ডি আই এর মাধ্যমে বোর্ডে প্রেয়ার যাবে। তারপর বোর্ড থেকে অনুমোদন এলে রিলিজ পাবেন চাকরি প্রার্থীরা। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাঁরা জয়েন করতে পারছেন না। এদিকে জয়েন করার সময়সীমা পেরিয়ে যাচ্ছে।
যদিও এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন অবশ্য দাবি করেছে যে তাদের তরফে কোনও খামতি নেই। কোনও সমস্যা থাকলে সেটা শিক্ষা দফতরকে জানানো হচ্ছে। এদিকে, চাকরিপ্রার্থীদের সংগঠনের অভিযোগ এসএসসি উদ্যোগী হলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জেলা স্কুল পরিদর্শকরা ঠিকমতো উদ্যোগী নন। তাই এই সমস্যা হচ্ছে। চাকরিপ্রার্থীদের তরফে জেলা স্কুল পরিদর্শককে উদ্যোগী হওয়ার আর্জি জানানো হয়েছে।