Homeউত্তরবঙ্গঅসাধারণ: হতদরিদ্র পরিবার থেকে একসঙ্গে সরকারি চাকরি পেয়ে তাক লাগিয়ে দিলেন দুই...

অসাধারণ: হতদরিদ্র পরিবার থেকে একসঙ্গে সরকারি চাকরি পেয়ে তাক লাগিয়ে দিলেন দুই বোন

বাবা-মা শ্রমিক, হতদরিদ্র পরিবার থেকে একসঙ্গে চাকরির পরীক্ষায় সফল হলেন দুই বোন। সদ্য প্রকাশিত হওয়া কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায়...

নিউজ ডেস্ক: এবার মন ভালো করা একটি খবর সামনে এল। বাবা-মা শ্রমিক, হতদরিদ্র পরিবার থেকে একসঙ্গে চাকরির পরীক্ষায় সফল হলেন দুই বোন। সদ্য প্রকাশিত হওয়া কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় (SSC GD Constable exam) একসঙ্গে পাশ করে তাক লাগালেন হতদরিদ্র পরিবারের দুই মেয়ে। 

দুই বোন জবা রায় ও সাগরিকা রায়

কোচবিহার জেলার মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের জামালদহের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দ্বারিকামারি গ্রামের দুই বোন জবা রায় ও সাগরিকা রায় একই সঙ্গে সাফল্য পেয়েছেন। দুই বোনের একজন বিএসএফ (BSF) ও অন্যজন সিআইএসএফ-এর (CISF) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

বাবা গোবিন্দ রায় পেশায় পরিযায়ী শ্রমিক। সংসার চালাতে কয়েকবছর আগে বিদেশে পাড়ি দেন তিনি। তিন মেয়েকে নিয়ে টিনের একটি বাড়িতে কোনওরকমে বাস করেন মা অঞ্জলি রায়। মেয়েদের পড়াশোনার খরচ যোগাতে অন্যের জমিতেও কাজ করতেন তিনি। দুই বোনের একসঙ্গে চাকরির পরীক্ষায় সফল হওয়ার কথা জানাজানি হতেই খুশির হাওয়া ছড়িয়েছে গ্রামে।

নিজের সাফল্য প্রসঙ্গে জবা বলেন, ‘বাবা-মা আমার সবথেকে বড় শক্তি। আমাদের জন্য প্রচুর কষ্ট করেছেন তাঁরা। বাড়ির বড় মেয়ে হওয়ায় আমার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে। কষ্ট করলে জীবনে সফলতা মিলবেই।’ তিন বোনের মধ্যে জবা বড় ও সাগরিকা মেজো। জবা বিএ পাশ করলেও সাগরিকা মাথাভাঙ্গা কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করে উচ্চমাধ্যমিকে জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম হয়েছিলেন সাগরিকা। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments