দ্রুতগামী গাড়ি পিষে দিল, ঘটনাস্থলেই মৃত্যু হল এক স্কুল শিক্ষকের, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়

ফের এক দুঃখজনক খবর সামনে এল। ভয়ংকর গাড়ি দূর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। আসামের বোকাখাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

2221
শিক্ষক

নিউজ ডেস্ক: ফের এক দুঃখজনক খবর সামনে এল। ভয়ংকর গাড়ি দূর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হল। আসামের বোকাখাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাইক নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই শিক্ষক নিহত হয়েছেন।

নিহত অভিজিৎ চারু নামে একজন শিক্ষক, যিনি বাইকে করে স্কুলে যাচ্ছিলেন, তখন রাস্তার ওপর একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়।

শিক্ষক

অভিজিৎ আসামের বোকাখাতের বহিখাওয়া চাপরির বাসিন্দা। অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই শিক্ষক নিহত হয়েছেন।

পড়ুন:  শূন্যপদ 19,415, পাশ করেছেন 15,251 জন; TRE 3.0 শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখেনিন

নিহত অভিজিৎ চারো তার মোটরসাইকেলে যাচ্ছিলেন, তার বাইকে একটি ডাম্প ট্রাকের সাথে ধাক্কা খেয়েছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়। ঘটনার পর ময়লার ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোলাঘাটের শহীদ কুশল কোনয়ার সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন:  BIG NEWS: দীপাবলির আগে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 3% বৃদ্ধির ঘোষনা, এল খুশির খবর

জানা যাচ্ছে, শিক্ষক অভিজিৎ চারু তার বাইকে (AS05Q7024) নিয়ে বনগাঁ স্কুলের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কা মারে অভিজিতের বাইক। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অভিজিৎ চারু নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।