HomeKolkata'আমার উপর দিয়ে যা হয়েছে তা আমি...' জেল থেকে ছাড়া পেয়ে একি...

‘আমার উপর দিয়ে যা হয়েছে তা আমি…’ জেল থেকে ছাড়া পেয়ে একি বললেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য!

জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। ছাড়া পেয়েই প্রথম বার বিধানসভায় গেলেন তিনি। পলাশিপাড়াই তাঁর অগ্রাধিকার বলে জানালেন

নিউজ ডেস্ক: জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। ছাড়া পেয়েই প্রথম বার বিধানসভায় গেলেন তিনি। পলাশিপাড়াই তাঁর অগ্রাধিকার বলে জানালেন মানিক ভট্টাচার্য।  বললেন,”পলাশিপাড়াই আমার কাছে অগ্রাধিকার পাবে। শুক্রবার ছাড়া পেয়ে প্রথমেই সেখানে গিয়েছি।’’

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় দু’বছর জেলবন্দি থাকার পর শুক্রবার রাতে ছাড়া পেয়েছেন মানিক। সোমবার প্রথম বারের জন্য বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘ ক্ষণ কথা হয় দু’জনের মধ্যে। সূত্রের খবর, মানিককে দ্রুত বিধানসভার কাজকর্মে যোগদান করতে বলেন স্পিকার। কারাবাসে খানিক ওজন কমে গিয়েছে পেশায় অধ্যাপক মানিকের। তবে শারিরীক ভাবে সুস্থই আছেন বলে জানিয়েছেন তিনি।

মানিক বলেন, ‘‘আমার কিছু কাজকর্ম বাকি ছিল, সেই সব সারতে এসেছিলাম। পলাশিপাড়াই আমার কাছে অগ্রাধিকার পাবে। শুক্রবার ছাড়া পেয়ে প্রথমেই সেখানে গিয়েছি। আমার অনুপস্থিতিতে পঞ্চায়েত ভোটে হরনগর এলাকায় তৃণমূল কর্মী জাহিদুল শেখ খুন হন। শনিবার তাঁর বাড়ি গিয়েছিলাম। নিহতের বিধবা স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। আমি তাঁদের পাশে থাকতে চাই।’’

জেল জীবন কেমন ছিল? জেল-জীবন নিয়ে প্রশ্ন শুনে মানিকের জবাব, ‘‘আমার উপর দিয়ে যা হয়েছে তা আমি ও আমার পরিবার সহ্য করেছি। এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাই না।’’

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে জামিন পান মানিক। জামিন দেওয়ার সময় বিচারপতি শুভ্রা ঘোষ চারটি শর্ত বেঁধে দিয়েছেন। কলকাতা হাই কোর্টের নির্দেশ, মানিককে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। এ ছাড়াও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক।

পড়ুন:  RG Kar Protest: অভয়া হত্যাকন্ডে ন্যায়বিচার দিতে সরকার, পুলিশ, সিবিআই এবং আদালত ব্যর্থ! জনতার আদালতে এল রায়

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!