নিউজ ডেস্ক: কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তমলুকের বিজেপি বিধায়ক তাপসী মন্ডল। এবার দলবদল নিয়ে বিরাট খবর সামনে এল। ১২ গেরুয়া বিধায়ক দিন কয়েকের মধ্যেই তৃণমূলে যোগ দেবেন! এমনই এক বড় দাবি করলেন বর্ষীয়ান তৃনমূল নেতা। একসঙ্গে ১২ বিজেপি বিধায়কের দলত্যাগ জল্পনা রীতিমতো চর্চায়।
প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “অনেকদিন থেকেই ওরা যোগাযোগ করছে। নির্বাচনের ঠিক আগে তাঁরা যোগ দেবেন। উত্তরবঙ্গে প্রায় ১৪ জনের মতো রয়েছেন। আমার জেলা (কোচবিহার) থেকে আপাতত তিনজন ও আরও একজন বিধায়ক একবার এগোচ্ছেন ও একবার পিছোচ্ছেন। তৃণমূলে যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গে বিজেপির ১২-১৪ জন বিধায়ক যোগাযোগ করছেন।”
রবীন্দ্রনাথ আরও বলছেন, “ওই বিধায়করা গত চার বছরের মধ্যে কোনও কাজ করতে পারেনি। দিল্লি থেকে একশো দিনের টাকা আনতে পারেনি, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আলাদা কোনও ফান্ড আনতে পারেনি। মানুষের কাছে যেতে পারেনি। কারণ তাঁরা উন্নয়ন কিছুই করতে পারেনি। ওরা যদি এরপরেও রাজনীতি করতে চায়, বিধায়ক হতে চায় তাহলে তাঁদের দলটা পরিবর্তন করতেই হবে।”
সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিজেপির বেশ কয়েকজন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে রয়েছেন। এমনকী কুণাল ঘোষের দাবি ছিল, বেশ কয়েকজন বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে ইচ্ছুক। কুণালের সেই মন্তব্যের পরপরই এবার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের এহন মন্তব্যে নতুন করে জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
যদিও রবীন্দ্রনাথ ঘোষের এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা মনোজ টিগ্গা। তিনি বলেছেন বলেছেন, “এই দাবি বিত্তিহীন। এই দাবির কোনও সত্যতা নেই। এই সব বলে চমক দিতে চাইছেন। আমাদের কোনও বিধায়ক কোথাও যোগ দেবেন না। কেউই যোগ দেবেন না।”