“বিজেপিতে যাচ্ছে, নতুন দল করছে…”, এবার বিরাট মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

1591
অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: বিজেপিতে যাওয়া নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমি বিজেপিতে যাচ্ছি, ইনডোরের মঞ্চে গুজবের জবাব দিলেন অভিষেক। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে তৃণমূলের বর্ধিত কর্মিসভার মঞ্চ থেকে সেই গুজবের জবাব দিলেন অভিষেক। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,“বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বিজেপিতে যাচ্ছে, নতুন দল করছে। কিন্তু জেনে রাখুন, আমি বেইমান নয়। আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না। আমি অন্য ধাতুতে তৈরি, মানুষের কাছে যাব, মাথানত করে কাজ করব, কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই।”

অভিষেক আরও বলেন, “মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতো বেইমানকে আমিই চিহ্নিত করেছিলাম। আগামিদিনেও কেউ বেইমানি করলে তাদের চিহ্নিত করার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম।” অভিষেক যে এদিন গুজবের কথা বলেছেন, তা ছড়ানোর দায় চাপিয়েছেন একাংশ সাংবাদিকের উপর। তাঁর কথায়, আমি জানি এর নেপথ্যে কারা। তবে এই মঞ্চ থেকে তাঁদে নাম জানিয়ে সভার অমর্যাদা করব না। 

পড়ুন:  বড় খবর: 'আমি জঙ্গি? চিঠি লিখব প্রধানমন্ত্রীকে, এখনও আমরা...’, বিধানসভা থেকে শুভেন্দুকে নিয়ে বিরাট মন্তব্য মমতার

দুর্নীতি নিয়ে নিজের নাম জড়ানো নিয়ে অভিষেকের মন্তব্য, “আমি সকাল বিকাল কথা পাল্টাই না। পাঁচ বছর আগে যখন ইডি, সিবিআই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল, তখনও বলেছিলাম, প্রমাণ থাকলে দিন, আমি নিজে ফাঁসির কাঠিতে ঝুলে যাব। আজও বলছি।”