Homeপশ্চিমবঙ্গশিক্ষকদের জন্য গুরুত্বপুর্ন বিজ্ঞপ্তি পর্ষদের, রবিবার পরীক্ষার কাজ করলে মিলবে অতিরিক্ত ছুটি

শিক্ষকদের জন্য গুরুত্বপুর্ন বিজ্ঞপ্তি পর্ষদের, রবিবার পরীক্ষার কাজ করলে মিলবে অতিরিক্ত ছুটি

নিউজ ডেস্ক: ছুটি দেওয়া নিয়ে একটি গুরুত্বপুর্ন নোটিশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। রবিবার পরীক্ষার কাজ করলে মিলবে শিক্ষকদের অতিরিক্ত ছুটি। রবিবার প্রধান পরীক্ষকের কাছে মাধ্যমিকের খাতা জমা দেওয়ার কাজ করলে সেই ছুটি অন্য কোনও কাজের দিনে নিতে পারবেন সংশ্লিষ্ট পরীক্ষকেরা। একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 

সোমবার থেকে মাধ্যমিকের খাতা পরীক্ষকদের মধ্যে বিতরণ করা শুরু হবে। অন্য কয়েকটি দিনের সঙ্গে ২, ৯ এবং ১৬ মার্চ খাতা জমা দেওয়ার তারিখ পড়েছে। ওইদিন গুলো আবার রবিবার। পর্ষদ জানিয়েছে, কোনও পরীক্ষক যদি ওই তিন দিনের মধ্যে কোনও এক দিন বা তিন দিনই খাতা জমা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত থাকেন, সে ক্ষেত্রে তাঁরা পরবর্তী যে কোনও কাজের দিন ছুটি পাবেন। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এই ছুটি মঞ্জুর করবেন। 

তবে, এ ক্ষেত্রে সেই পরীক্ষককে প্রধান পরীক্ষকের কাছ থেকে উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে হবে যে তিনি রবিবারের দিনগুলোতে খাতা জমা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 

পড়ুন:  অন ডিউটি' প্রদান ও রেমুনারেশন বৃদ্ধি করতেই হবে! মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে সমস্যা সমাধানে এই আর্জি শিক্ষকদের
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments