Teacher Recruitment: সেন্ট ইগনাটিয়াস হাই স্কুলে স্থায়ী শূন্যপদে সহকারী শিক্ষক পদে নিয়োগ, জেনেনিন

608
শিক্ষক নিয়োগ

Teacher Recruitment Notification: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। উত্তর দিনাজপুরের মাজলিসপুরে অবস্থিত সেন্ট ইগনাটিয়াস হাই স্কুল (HS) একটি স্থায়ী শূন্যপদে সহকারী শিক্ষক (এ.টি.) পদে নিয়োগ করা হবে। এই মর্মে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।  

পদ সম্পর্কে বিবরণ

– পদ: সহকারী শিক্ষক (AT)  

– শিক্ষাগত যোগ্যতা: বি.এস.সি. (পিউর) এবং বি.এড.  

পড়ুন:  চাকরির খবর: ব্যাঙ্কে 1267টি শূন্যপদে নিয়োগ চলছে, আবেদন করুন এই ভাবে

– আবেদন পদ্ধতি: দুই সেট স্ব-সত্যায়িত প্রশংসাপত্রসহ আবেদন করতে হবে।  

– আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে।  

– ঠিকানা: সেক্রেটারি, সেন্ট ইগনাটিয়াস হাই স্কুল (এইচ.এস.), মাজলিসপুর, পোস্ট-কাঁকি, জেলা-উত্তর দিনাজপুর, পিন-৭৩৩২০৯। আবেদন পত্র রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।  

পড়ুন:  Assistant Professor: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দু’টি বিভাগে শিক্ষকতার সুযোগ এল, এই ভাবে আবেদন করে ফেলুন

– বেতন: রোপা-২০১৯ অনুযায়ী বেতন দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

– অসম্পূর্ণ বা সময়ের পরে জমা দেওয়া আবেদনপত্র বাতিল করা হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।