Homeচাকরির খবরTeacher Recruitment: রাজ্যের এই স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন করুন

Teacher Recruitment: রাজ্যের এই স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন করুন

Teacher Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের একটি স্কুলে শিক্ষক নিয়োগ করবে। যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

নিম্নলিখিত পদগুলির জন্য এই বিজ্ঞাপন প্রকাশের 15 দিনের মধ্যে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

 1. AT (বিজ্ঞান ও গণিত গ্রুপ)-গণিত (গ্র্যাজুয়েট); বিএসসি (পাস), বিএড (ইউআর (ইসি)) 

 2. AT (উচ্চ মাধ্যমিক)- কম্পিউটার অ্যাপ্লিকেশন; বিএড সহ পিজি (কম্পিউটার অ্যাপ্লিকেশন) (ST) 

সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল দেখুন:

পড়ুন:  SSC-PSC: ২০২৫ সালে রাজ্যে বিপুল নিয়োগের সম্ভাবনা, নবান্নের উদ্যোগে দারুন খবর চাকরি প্রার্থীদের জন্য

https://www.yssdakedu.org/yssapplication_portal_new_2022। 

N.B. যে প্রার্থীরা পূর্বে 07-07-2024 তারিখের বিজ্ঞাপনের মাধ্যমে উপরের পদগুলির জন্য আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। বিজ্ঞপ্তি প্রকাশ ১৫ দিনের মধ্যেই আবেদন করতে হবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments