TET: শূন্যপদ ১৫৬৬টি, ২ বছর পর শিক্ষক নিয়োগে টেট-এর বিজ্ঞপ্তি জারি করল টিআরবিটি

ওই বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৯৯টি অস্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে ইউ আর পদে ৫৭১জন, এসসি পদে ১৮৭জন এবং এসটি ৩৪১জন।

11400
শিক্ষক নিয়োগ টেট পরীক্ষা

টেটের বিজ্ঞপ্তি, শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। প্রায় ২ বছর পর শিক্ষক নিয়োগে টেট-এর (TET) বিজ্ঞপ্তি জারি করল টিআরবিটি। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অস্নাতক পদে এবং ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্নাতক পদে শিক্ষক নিয়োগে টেট-এর বিজ্ঞপ্তি জারি করল টিআরবিটি। ত্রিপুরা রাজ্যে এই শিক্ষক নিয়োগ করা হবে।

পড়ুন:  SSC: যোগ্য-অযোগ্য বাছাই না হলে বাতিল পুরো প্যানেল জানাল সুপ্রিম কোর্ট, ৫০০০ অযোগ্যর জন্য ২৬০০০ ভুগবে কেন? উঠছে প্রশ্ন

শিক্ষক নিয়োগ টেট পরীক্ষা

অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৯৯টি অস্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে ইউ আর পদে ৫৭১জন, এসসি পদে ১৮৭জন এবং এসটি ৩৪১জন।

তাছাড়া, ষষ্ঠ শ্রোনি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৪৬৭টি স্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে ইউ আর পদে ২৪৩জন, এসসি পদে ৭৯জন এবং এসটি ১৪৫জন।

পড়ুন:  চাকরির খবর: সেন্ট জেভিয়ার্স কলেজে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে কোন পদে নিয়োগ?

আরও জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে ক্লিক করতে হবে।