নিউজ ডেস্ক: পাশ করেননি শিক্ষক নিয়োগের TET পরীক্ষা। STET পাশ না করে BPSC TRE থেকে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। বিষয়টি প্রকাশের পর দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এক বছর কাজ করার পর গাইঘাট ও মুড়ৈলে এমন একজন করে শিক্ষক পাওয়া গেছে।
গাইঘাটের শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। মুড়ৈলের শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিইও অজয় কুমার সিং জানিয়েছেন, গাইঘাটের জারং পূর্বে এক শিক্ষক এই ভাবে ধরা পড়েছে।
BPAAC-এর প্রথম পর্বে পুরুষোত্তম রঞ্জনকে জারং উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। তদন্ত শুরু হলে দেখা যায় তিনি STET পাশ করেননি। এ বিষয়ে শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। সময় দেওয়া হয়েছিল নিজের পক্ষে উপস্থাপনের জন্য। STET পাস না করার প্রমাণ পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষককে বরখাস্ত করা হয়। আরেক শিক্ষকের ঘটনা মুরারুল উচ্চ বিদ্যালয়ের। এখানে, শিক্ষিকা প্রমীলা কুমারীর সার্টিফিকেট পরীক্ষার সময়, জানা যায় যে তিনি STET-এ যোগ্য নন। তার মানে তারা নির্ধারিত নম্বরের চেয়ে কম নম্বর পেয়েছে।
তার নিয়োগও প্রথম দফায় হয়েছিল। তাদের বরখাস্তের নির্দেশও দেওয়া হয়েছে। তার বেতনও বাড়িয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক। এ বিষয়ে বিভাগ থেকে নির্দেশনা চাওয়া হচ্ছে। প্রায় অর্ধডজন শিক্ষক সন্দেহের মধ্যে রয়েছেন।