Teacher Recruitment: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই ২০২৩ সালের প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, মোট ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগের বাছাই প্রক্রিয়া হবে ৫০ নম্বরের উপর, যার মধ্যে ৫ নম্বর থাকবে টেটের জন্য।
সমস্ত প্রাইমারি টেট পাশ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা (DElEd Passed) আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ ও জেলা ভিত্তিক শূন্যপদ সহ বাদবাকি তথ্য পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
১লা জানুয়ারি ২০২৫ এর হিসেবে বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত চাকরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মেধা তালিকা তৈরি হবে 50 নাম্বারের-
A) MP – 5 marks
B) HS – 10 marks
C) D.EL.ED – 15 marks
D) TET – 5 marks
E) Extra Curricular Activities – 5 marks
F) Viva Voice /Interview – 5
G) Aptitude Test – 5 marks / পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত অভিজ্ঞতা – 5 marks
আবেদনের ক্ষেত্রে পছন্দের জেলাকে ধরে আবেদন করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইটে যথা সময়ে দিয়ে দেবে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হলে আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন।