Teacher Recruitment: রাজ্যের একটি প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। পূর্ব মেদিনীপুর জেলার একটি প্রাইভেট স্কুলে ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।
পূর্ব মেদিনীপুর জেলার রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুলে সহশিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শূন্যপদের সংখ্যা- ৩ টি।
১) ইংরেজি বিষয়ের জন্য- ১টি।
২) ভূগোলে বিষয়ের জন্য- ১টি।
৩) রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার -এর জন্য- ১টি।
শিক্ষাগত যোগ্যতা
ভূগোলের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ভূগোল বিষয়ে অনার্স অথবা মাস্টার ডিগ্রী এবং বি এড লাগবে। ইংরেজি বিষয়ের জন্য ইংরেজিতে অনার্স অথবা মাস্টার ডিগ্রী ও বি এড লাগবে। এই দুটি পদে নারী এবং পুরুষ উভয়ই আবেদনযোগ্য। রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচারের জন্য পিওর সায়েন্সে বিএসসি ডিগ্রী লাগবে। এক্ষেত্রে কেবল পুরুষ প্রার্থীরাই আবেদন করবেন।
বয়স
সব ক্ষেত্রেই ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরি প্রার্থীদের বায়োডাটা, মাধ্যমিকের এডমিট কার্ডের জেরক্স শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেটের জেরক্স, ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, সাম্প্রতিককালের একটি ফটোগ্রাফ এবং অভিজ্ঞতা (যদি থাকে) সংক্রান্ত সার্টিফিকেট স্কুলের অফিসে সরাসরি জমা দিতে হবে। ডকুমেন্টসগুলি জামে দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, ২০২৪।
নির্বাচিত প্রাথীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের তারিখ ২৩ ডিসেম্বর, ২০২৪। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।