নিউজ ডেস্ক: এর আগে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যেই রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে, সেটা হয়নি। জানুয়ারি মাস পার হয়ে ফেব্রুয়ারি মাস চললেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আসলে প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা দেখা যাচ্ছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) জটিলতা হচ্ছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) ওবিসি বা অনগ্রসর শ্রেণি সংক্রান্ত মামলাটি এই মুহূর্তে বিচারাধীন থাকার ফলে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর থেকে ওবিসি সংক্রান্ত শূন্যপদ পাওয়া যাচ্ছে না। সেই কারণে নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। এমনটাই জানাচ্ছে পর্ষদ। পর্ষদ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট দফতর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের সচিব বিষয়টি জানিয়েছেন। অর্থাৎ বলাই যায় চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও বাড়তে চলেছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মন্তব্য করেছেন, ‘টেট এবং নিয়োগ পক্রিয়া ২টো কিন্তু এক নয়। টেট একটি নিয়োগের সূচক মাত্র। তিনি টেট পাশ করেছেন মানেই এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। তাঁকে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিতে যে সমস্ত সূচক আছে, সেই সূচকগুলিকে তাঁকে অংশগ্রহণ করতে পারে, তার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এবং তার নিয়োগপত্র হবে মেধা তালিকার ওপর ভিত্তি করে।’
প্রাথমিক শিক্ষা পর্যদের উপসচিব পার্থ কর্মকার বলেন, “সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণিভিত্তিক শূন্য পদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে, প্রাথমিক শিক্ষা পর্ষদও শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। সংশ্লিষ্ট দফতর থেকে শূন্য পদের সংখ্যা পাওয়া গেলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে।”