Homeপশ্চিমবঙ্গশিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার শুরু হতে চলেছে! বদলি নিয়ে শিক্ষাদপ্তর এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে...

শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার শুরু হতে চলেছে! বদলি নিয়ে শিক্ষাদপ্তর এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি, জানানো হল এই দাবি

শিক্ষকদের এই বিষয়ে দাবি হল যে এই বদলি কোনোভাবেই যেন প্রতিহিংসা মূলক ভাবে না হয়। তার জন্য সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে যতটা কাছাকাছি এলাকায় শিক্ষক-শিক্ষা কর্মীদের বদলি করা যায় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

নিউজ ডেস্ক: সারপ্লাস ট্রান্সফার শুরু হতে চলেছে। কিন্তু তা যেন সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে হয়। পাশাপাশি উৎসশ্রী পোর্টাল চালুর দাবি জানাচ্ছেন শিক্ষকরা। এই দাবি নিয়ে চিঠি ইতিমধ্যেই প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং শিক্ষামন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি এবং উৎসশ্রী পোর্টাল চালুর দাবি করছেন শিক্ষকরা।

শিক্ষা সচিব বিনোদ কুমার বিদ্যালয় স্তরে সারপ্লাস ট্রান্সফার শুরু করার ইঙ্গিত দিয়েছেন। শিক্ষকদের এই বিষয়ে দাবি হল যে এই বদলি কোনোভাবেই যেন প্রতিহিংসা মূলক ভাবে না হয়। তার জন্য সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে যতটা কাছাকাছি এলাকায় শিক্ষক-শিক্ষা কর্মীদের বদলি করা যায় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এর আগে দেখা গেছে এই বদলির ক্ষেত্রে কাছাকাছি এলাকার স্কুলে শূন্যপদ থাকা সত্ত্বেও দূরবর্তী জেলায় বদলি করার সুপারিশ করা হয়েছিল। যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল।

শিক্ষক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী কমিশনার অফ স্কুল এডুকেশন এবং শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, “মাননীয় শিক্ষা সচিব বিনোদ কুমার বিদ্যালয় স্তরে সারপ্লাস ট্রান্সফার শুরু করার ইঙ্গিত দিয়েছেন। এ ব্যাপারে আমরা প্রথম থেকে যে দাবিটি জানিয়ে আসছি, সেটি হল এই বদলি কোনোভাবেই যেন প্রতিহিংসা মূলক ভাবে না হয়। তার জন্য সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে যতটা কাছাকাছি এলাকায় শিক্ষক-শিক্ষা কর্মীদের বদলি করা যায় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিগত দিনে আমরা দেখেছি কাছাকাছি এলাকার স্কুলে শূন্যপদ থাকা সত্ত্বেও দূরবর্তী জেলায় বদলি করার সুপারিশ করা হয়েছিল। আমরা দাবী জানাচ্ছি, তা যেন সংশোধিত হয়। আপনি জানেন এসএসসির মাধ্যমে ভালো র‍্যাঙ্ক অনুযায়ী শিক্ষক-শিক্ষা কর্মীগণ তাদের পছন্দের স্কুল বেছে নিয়েছিলেন। তাই এই বদলির ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়ায় পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক।”

তিনি আরও জানিয়েছেন, “বহু শিক্ষক শিক্ষা কর্মী দীর্ঘদিন নিজের জেলার বাইরে অথবা দূরবর্তী এলাকায় রয়েছেন। তাঁদের আবেদনের ভিত্তিতে জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফারের জন্য উৎসশ্ৰী পোর্টাল অবিলম্বে চালু করা হোক। দীর্ঘদিন এই বদলি প্রক্রিয়া বন্ধ থাকায় বহু শিক্ষক শিক্ষাকর্মী অসুবিধের মধ্যে রয়েছেন। আশা করি, সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি এবং উৎসশ্রী পোর্টাল চালুর ব্যাপারে আপনি যথাযথ উদ্যোগ গ্রহণ করে বাধিত করবেন।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!