Summer Vacation: স্কুল বন্ধ থাকবে ৫১ দিন, সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি মিলবে চলতি বছরে, যা জানা যাচ্ছে

19660
ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গ

Summer Vacation: গ্রীষ্মের প্রবল দাবদাহ, এই অবস্থায় বিভিন্ন রাজ্য গরমের ছুটি এগিয়ে নিয়ে আসছে। যা হিসাব তাতে, ৫১ দিন বন্ধ থাকবে স্কুল, সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি মিলবে চলতি বছরে। ক্রমবর্ধমান তাপমাত্রার প্রেক্ষিতে, বেশ কয়েকটি রাজ্যের শিক্ষা বিভাগ ৫১ দিনের গরমের ছুটি ঘোষণা করেছে। 

পড়ুন:  অবাক কান্ড: ২০২৫ এ পশ্চিমবঙ্গে গরম পড়বে ধাপে ধাপে! প্রাথমিক, হাইস্কুল, মাদ্রাসায় ছুটির তালিকা দেখে প্রশ্ন

দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ক্রমে। এর ফলে প্রায় অধিকাংশ রাজ্যের মানুষেরই গরমে হাঁসফাঁস অবস্থা। অনেকেই গরমে অধিকাংশ অসুস্থ হয়ে পড়ছেন। এই তাপমাত্রা বৃদ্ধির কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্য শিক্ষা বিভাগগুলো ছুটি ঘোষণা করছে।

উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, তেলেঙ্গনায় অতিরিক্ত ছুটির ঘোষনা হচ্ছে। উত্তর প্রদেশে ১৫ মে, বিহারে ১৪ মে, রাজস্থানে ১৩ মে, মধ্যপ্রদেশে ১৮ মে, দিল্লি-তে ২০ মে, হরিয়ানা-তে ১৯ মে, ঝাড়খন্ডে ১৯ মে এবং তেলেঙ্গানা-তে ২১ মে থেকে গরমের ছুটি (Summer Vacation) পড়বে। স্কুল খুলবে জুলাই মাসে।

এরাজ্যে গরমের ছুটি শুরু হচ্ছে ৩০ এপ্রিল থেকে। গরমের কথা মাথায় রেখে গরমের ছুটি (Summer vacation) এগিয়ে নিয়ে আসা হয়েছে। গতবছর প্রায় ২ মাস গরমের ছুটি পেয়েছিল এরাজ্যের পড়ুয়ারা। এবছর গরম কেমন থাকবে তার উপর গরমের ছুটি নির্ভর করবে। 

পড়ুন:  8th Pay Commission: লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য আশার আলো, এল দারুন খবর, কত টাকা বেতন বাড়বে?