Homeপশ্চিমবঙ্গSSC শিক্ষক নিয়োগ: স্কুলে স্কুলে পৌঁছে গেল সুপারিশ পত্র, আপার প্রাইমারি নিয়োগ...

SSC শিক্ষক নিয়োগ: স্কুলে স্কুলে পৌঁছে গেল সুপারিশ পত্র, আপার প্রাইমারি নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই দুই দফার কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

SSC শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই দুই দফার কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হবু শিক্ষকরা তাঁদের পছন্দের স্কুল বেছে নিতে পারছেন। পুজোর ছুটির পরেই বাকিদের কাউন্সেলিং হবে।

উচ্চ প্রাথমিকে নিয়োগের সুপারিশপত্র স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে। আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং হওয়া সব প্রার্থীরই সুপারিশপত্র স্কুলে পৌঁছে গিয়েছে বলে জানা গেছে। এর আগে দুই দফায় ৩ এবং ৪ অক্টোবর মোট ১৮৬ জন প্রার্থী স্কুল বেছে নিয়েছেন। তাঁদের হাতে হাতেই সুপারিশপত্র দেওয়া হয়েছে। একই সুপারিশপত্র গিয়েছে স্কুলগুলিতেও। ফলে দ্রুত চাকরিতে যোগদান করতে পারবেন হবু শিক্ষকরা।

পড়ুন:  নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু! 'আগে দ্রুত নিয়োগ...', যা জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল

সুপারিশ পত্র মিলিয়ে দেখে স্কুল কর্তৃপক্ষ তথা পরিচালন কমিটি এই প্রার্থীদের নিয়োগ করবেন। ইতিমধ্যেই প্রার্থীরা স্কুলে গিয়ে খোঁজখবর নিয়ে এসেছেন। তবে, ছুটি থাকায় কাজে যোগ দিতে পারেননি। সূত্রের খবর, বেশ কিছু স্কুল আজ, মঙ্গলবার অফিস খোলা রেখে তাঁদের কাজে যোগদানের ব্যবস্থা করতে পারে। 

পুজোর আগে দুদিন হয়েছে কাউন্সেলিং। তার পর আবার অক্টোবরের শেষ সপ্তাহে। স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়, ৩ ও ৪ অক্টোবর অর্থাৎ পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার পুজোর পর চার দিন হবে কাউন্সেলিং – ২৪,২৫, ২৮ ও ২৯ অক্টোবর। কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে। 

এসএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং হবে। প্রথম দিন হচ্ছে ইংরেজি, হিন্দি, তেলুগু এবং উর্দু মাধ্যমের পিওর সায়েন্স বিষয়গুলির কাউন্সেলিং। ওইদিন ১৪৪ জন প্রার্থীর কাউন্সেলিং হবে। এছাড়া, ২৯ অক্টোবর পর্যন্ত যে কাউন্সেলিংগুলি হবে, তার মধ্যে একদিন শুধু বাংলা মাধ্যমের কাউন্সেলিং রয়েছে। সেটা ২৫ অক্টোবর বাংলা মাধ্যমে আরবি বিষয়ের কাউন্সেলিং। বাংলা মাধ্যমের বাকি বিষয়গুলির কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরে ঘোষণা করবে এসএসসি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!