SSC: নির্ভুল মেধা তালিকা প্রকাশ হচ্ছে, ১০০ জন গরমিল! মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী কাল, মেধাতালিকা প্রকাশ হবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে এসএসসি। এসএসসি-র উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হবে আগামীকাল, ২৫ সেপ্টেম্বর।

12051
স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী কাল, মেধাতালিকা প্রকাশ হবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে এসএসসি। এসএসসি-র উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হবে আগামীকাল, ২৫ সেপ্টেম্বর।

এর আগে গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে ১৪০৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশ করা হবে।

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো আমরা চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি।”

পড়ুন:  শিক্ষাকর্মীদেরও ‘রক্ষাকবচ’ চাইবে রাজ্য, ২১ তারিখের মধ্যেই তালিকা প্রকাশ: ব্রাত্য বসু

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছিল, ইতিমধ্যে মেধা তালিকায় আগে ঠাঁই পাওয়া ১২৫৮৯ জনের সঙ্গে বাদ যাওয়া ১৪৬৩ জনকেও ওই তালিকায় রাখতে হবে। তা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। এসএসসি জানিয়েছিল, ১৪০৫২ জনের মধ্যে এমন কিছু প্রার্থী আছেন, যাঁদের শংসাপত্রে গরমিল আছে। কিছু প্রার্থীর আবার নম্বরে গরমিল রয়েছে। তাঁদের কী করে মেধা তালিকায় ঠাঁই দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি, ওই সব প্রার্থীর মেধা তালিকায় স্থান হলে ফের মামলা হতে পারে বলেও এসএসসি আশঙ্কা প্রকাশ করেছিল। এই বিষয়ে তারা আইনি পরামর্শ নেবে বলে এসএসসি সিধান্ত নেয়।

পড়ুন:  SSC: মিলেছে সুপারিশ পত্র, মিলছে না নিয়োগ পত্র! নাকাল হচ্ছেন শিক্ষকরা

এই নিয়ে এসএসসি-র এক কর্তা জানান, প্রায় ১০০ জন প্রার্থী নম্বর বা শংসাপত্রে গরমিল, সংরক্ষণ নীতি না মানার কারণে বাদ যাবেন। ওই সব প্রার্থী বলতে পারেন যে, আদালতের রায় অনুযায়ী, এসএসসি ১৪০৫২, জনের প্যানেল প্রকাশ করেনি। কিন্তু এই বিষয়ে তাঁরা ইতিমধ্যেই আইনি পরামর্শ নিয়েছেন। ওই কর্তা বলেন, “আমরা আইনি পরামর্শ করে এবং সব দিক খতিয়ে দেখেই নির্ভুল মেধা তালিকা প্রকাশ করতে চলেছি।”

পড়ুন:  "বাম এবং বিজেপির চক্রান্ত খারিজ হয়ে গেল” SSC শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে নিয়োগে সিলমোহর আসতেই একি বললেন আইনজীবী!