‘শিক্ষক নিয়োগ না-হওয়ায় সঙ্কট আছে, আমরা নিয়োগ ত্বরান্বিত করতে চাইছি’, বড় মন্তব্য করলেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। এরপর কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দেয় এসএসসি।

7878
স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশে জট কেটেছে। এই অবস্থায় আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। শুরু হবে বাংলা মাধ্যমে স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া। দীর্ঘ আট বছরের বেশি সময়ে শিক্ষক নিয়োগ না হওয়ায় ফলে রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ওই স্কুলগুলিতে শিক্ষকের আকাল থেকেই গিয়েছে। এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে সোশ্যাল মিডিয়ার শরণ নিয়েছেন বহু স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা।

পড়ুন:  বিরাট স্বস্থি রাজ্যের! অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে মমতা

‘আমার স্কুলে জয়েন করুন’, টিচার পেতে ফেসবুকে আর্জি জানানো হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠেছে যে এ ভাবে কি সামাজিক মাধ্যমে আবেদন জানানো যায়? বিকাশ ভবনেরই একটি সূত্রের দাবি, এমনটা আদতে করা যায় না। যদিও এর পরেও পিছপা হচ্ছেন না প্রধান শিক্ষকদের একাংশ। কারণ একটাই, তাহল শিক্ষক সংকট।

এই নিয়ে কী বলছে এসএসসি? স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘প্রায় এক দশক শিক্ষক নিয়োগ না-হওয়ায় সঙ্কট আছে ঠিকই। আমরা নিয়োগ ত্বরান্বিত করতে চাইছি। তবে প্রার্থীরা কোন স্কুল বেছে নেবেন, সেটা তাঁদেরই বিষয়ই।’

প্রসঙ্গত উল্লেখ্য, ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। এরপর কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দেয় এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়। এর আগে দু’বার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে।