SSC শিক্ষক নিয়োগ: নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে বহু সময় ধরেই সরগরম বাংলা। এক রকম বন্ধই ছিল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তবে দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলছে কমিশন। ইতিমধ্যেই মেধাতালিকা ভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে কমিশন। ইতিমধ্যেই বেশিরভাগই শিক্ষক পদে স্কুলে যোগদান করেছেন।
অন্যদিকে, ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সিলিংয়ের অপেক্ষায় আছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের একটা অংশ চাকরি নিতে অনীহা দেখিয়েছেন। এই অবস্থায় ফের কাউন্সেলিং করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)।
এসএসসি সূত্রের খবর, ডিসেম্বরে তৃতীয় সপ্তাহেই ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ডাক আসতে চলেছে। ১৬ থেকে ২৪ শে ডিসেম্বরের মধ্যেই ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউনসিলিংয়ের জন্য ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের অনুপস্থিতির কারণেই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুযোগ বাড়ছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ওয়েটিং লিস্ট থেকেই ইতিমধ্যে প্রায় ৫ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই প্যানেলভুক্ত ৮৭৪৯ জন চাকরি প্রার্থীর কাউন্সিলিং শেষ হয়ে গিয়েছে।
তাদের মধ্যে, মোট ২০৭২ জন অনুপস্থিত ও প্রত্যাখ্যান-কারী চাকরিপ্রার্থী। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, দ্বিতীয় রাউন্ডে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকেই ২০৭২ টি শূন্য আসনের উপর নির্ভর করেই কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে।