Homeপশ্চিমবঙ্গSSC: ফের হবে কাউন্সেলিং! তৃতীয় দফার কাউন্সেলিং শেষে শিক্ষক নিয়োগে অনুপস্থিত এতজন...

SSC: ফের হবে কাউন্সেলিং! তৃতীয় দফার কাউন্সেলিং শেষে শিক্ষক নিয়োগে অনুপস্থিত এতজন প্রার্থী

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের (SSC) আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়েছে। তৃতীয় দফার কাউন্সেলিং শেষেও শিক্ষক নিয়োগে অনুপস্থিত হয়েছেন বহু চাকরি প্রার্থী। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের পর তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংও চাকরি প্রার্থীদের এক বড় অংশই অনুপস্থিত থাকলেন।

তৃতীয় দফায় ২৫ শতাংশ প্রার্থী অনুপস্থিত থাকলেন চাকরি নিতে। গতকালই শেষ হয়েছে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ২৫% শতাংশ অনুপস্থিত ও প্রত্যাখ্যান হয়েছে এবারে তৃতীয় কাউন্সেলিংয়ে। মোট ৭২৪ জন প্রার্থীকে ডাকা হয়। তার মধ্যে অনুপস্থিত চলেন ১৮১ জন প্রার্থী।

তৃতীয় দফার কাউন্সেলিং পর্বে বাংলা বিষয়ে ৬৩ জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত ১৬ জন। ইংরেজিতে ১২৯ জনের মধ্যে ৫১ জন অনুপস্থিত। অন্যান্য বিষয়েও অনুপস্থিত প্রচুর। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং ২৮শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত হয়েছে। ৭২৪ জন প্রার্থীকে ডাকা হয়েছিল, যার মধ্যে অনুপস্থিত চলেন ১৮১ জন প্রার্থী।

হিসাব অনুযায়ী তিনটি পর্যায় মোট ১২০৬৮ জন প্রার্থীর কাউন্সেলিং শেষ। তার মধ্যে মোট ২৪- ২৫ % অনুপস্থিত। সুপারিশপত্র নিয়েছেন ৯১৯৪ জন প্রার্থী। আবার তাদের মধ্যেই প্রায় ৫ শতাংশের বেশি প্রার্থী বিদ্যালয়ে যোগ দেয়নি। অপেক্ষমান রয়েছে ১৮৯৮ জন প্রার্থী। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments