Homeপশ্চিমবঙ্গSSC: ফের প্রকাশিত হবে শূন্যপদের তালিকা! ৮,৭৪৯ জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত, বাকি...

SSC: ফের প্রকাশিত হবে শূন্যপদের তালিকা! ৮,৭৪৯ জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত, বাকি সাড়ে পাঁচ হাজারের নিয়োগ খবর?

বুধবার বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে কাউন্সেলিং। এই পর্বে কাউন্সেলিং হবে ৮,০৯১ জন প্রার্থীর। এর আগে, ৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৬৫৮ জনের কাউন্সেলিং হয়েছে।

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মেলার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করে এসএসসি। পাশাপশি শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়। আগেই প্রথম দফার কাউন্সিলিং এর নোটিশ দেওয়া হয়েছে। এবার সব বিষয়ের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে।

১১ নভেম্বর থেকে উচ্চ প্রাথমিকের বাংলা মাধ্যম বিষয়গুলির কাউন্সেলিং শুরু বলে জানাল কমিশন। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে কাউন্সেলিং। এই পর্বে কাউন্সেলিং হবে ৮,০৯১ জন প্রার্থীর। এর আগে, ৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৬৫৮ জনের কাউন্সেলিং হয়েছে। মেধাতালিকা ভুক্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শেষ হলে পড়ে থাকা শূন্যপদে নিয়োগের জন্য হবে ওয়েটিং প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া। 

এর আগে স্কুল ভিত্তিক শূন্যপদের তালিকায় একাধিক ক্ষেত্রে ভুল থাকা নিয়ে প্রশ্ন ওঠে। এই অবস্থায় কমিশন সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করবে। নভেম্বরের প্রথম সপ্তাহেই তা প্রকাশিত হতে পারে বলে জানা যাচ্ছে। সেই শূন্যপদ অনুযায়ী স্কুল বাছাই করে নিতে পারবেন হবু শিক্ষকরা। কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার কউেন্সেলিংয়ে যোগদানের জন্য ইন্টিমেশন লেটার আপলোড করা হবে ওয়েবসাইটে। তা ডাউনলোড করে কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে পারবেন প্রার্থীরা।

দৈনিক ৭০০-৮০০ জন প্রার্থী প্রতিদিন কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। ১১, ১৪ এবং ১৬ নভেম্বর বাংলা এবং ইংরেজি বিষয়ের কাউন্সেলিং হবে। ১৮ থেকে ২৭ নভেম্বরের মধ্যে চলবে পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইতিহাস, সংস্কৃত এবং ভূগোলের কাউন্সেলিং।

এই বিষয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ সোম বলেন, এখনও পর্যন্ত ৮,৭৪৯ জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে, মোট প্রার্থী রয়েছে ১৪ হাজার ৫২ জন। অবিলম্বে অবশিষ্ট পাঁচহাজার প্রার্থীর কাউন্সেলিং করে ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি দিতে হবে সবাইকে।

পড়ুন:  শিক্ষকের চাকরি বাতিল: প্রবল বৃষ্টিতেও অটল ৬৯ হাজার শিক্ষক নিয়োগ প্রার্থী, আগামীকাল থেকে আসরে আরও একটি সংগঠন

SSC র নোটিশে যা বলা হয়েছে

মাননীয় ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, কলকাতার 28.08.2024 তারিখের 2021 সালের MAT 638 এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলির আদেশ মেনে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা ইতিমধ্যে প্রকাশিত প্যানেলের পরিপ্রেক্ষিতে কাউন্সেলিং এর সময়সূচী জারি করা হয়েছে। 1st SLST, 2016-এ রাজ্যে সহকারী শিক্ষক (উচ্চ প্রাথমিক) নিয়োগের জন্য সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর স্কুল (পার্বত্য অঞ্চল ব্যতীত) (প্যারা-শিক্ষকদের জন্য সংরক্ষিত 10% আসন ছাড়া) উচ্চ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হবে। 24.10.2024 তারিখে কমিশনের দ্বারা প্রকাশিত নির্দেশনা অনুসারে কমিশনের ওয়েবসাইট অর্থাৎ www.westbengalssc.com থেকে কাউন্সেলিং-এর জন্য ইনটিমেশন লেটারটি সংশ্লিষ্ট প্রার্থীরা ডাউনলোড করতে পারেন। প্রাসঙ্গিক শূন্যপদের বিশদ ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।  শূন্যপদে সংশোধন, যদি থাকে, যথাসময়ে আপলোড করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!