উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। দুর্গাপুজোর আগে দুই দিন কাউন্সিলিং হয়। পুজোর ছুটি শেষ হতেই ফের শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। গত দুদিনে কাউন্সেলিং প্রক্রিয়ায় চাকরির সুপারিশপত্র পেলেন মোট ১৯৬ জন।
এই প্রার্থীদের হাতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চাকরির সুপারিশপত্র তুলে দেওয়া হয়েছে। পুজোর পর ফের বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কাউন্সেলিং। বৃহস্পতি এবং শুক্রবার মিলিয়ে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল ২৩০ জন চাকরিপ্রার্থীকে। এসএসসি সূত্রে খবর মধ্যে ৩৪ জন কাউন্সেলিং অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ছিল বাংলা, ইংরেজি, হিন্দি ও উর্দু মাধ্যম স্কুলে হিন্দি এবং উর্দু বিষয়ের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। হিন্দি বিষয়ের জন্য ৭০ জনকে ডাকা হয়েছিল, এসেছিলেন ৪৫ জন এবং উর্দুর বিষয়ের জন্য ডাকা ১০ জনের মধ্যে ৫ জন এসেছিলেন।
শুক্রবার বাংলা মাধ্যম স্কুলে আরবি বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ১৫০-কে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। এসেছিলেন ১৪৬ জন। এরপর ২৮ ও ২৯ অক্টোবর কাউন্সেলিং হবে।
এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, কাউন্সেলিংয়ের পরই নির্দিষ্ট প্রার্থীর নামে নির্দিষ্ট স্কুলে কমিশনের তরফ থেকে নিয়োগের চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মোট ১৪ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার। দীর্ঘ ৯ বছর পর অবশেষে সম্পন্ন হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্ট দ্রুত নিয়োগের নির্দেশ দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টও নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে বলে। ফলে এই মুহূর্তে আর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে তেমন কোনও বাঁধা থাকার কথা নয়।