Homeপশ্চিমবঙ্গSSC: 'কত রাতে ঘুমের ঘোরে কেঁদেছি...', কাটল দীর্ঘদিনের অপেক্ষা, হল স্বপ্নপূরণ! আপার...

SSC: ‘কত রাতে ঘুমের ঘোরে কেঁদেছি…’, কাটল দীর্ঘদিনের অপেক্ষা, হল স্বপ্নপূরণ! আপার প্রাইমারি শিক্ষক পদে যোগদান করলেন প্রিয়াঙ্কা

দীর্ঘ ১০ বছরের অপেক্ষা কাটল। আপার প্রাইমারি শিক্ষক পদে যোগদান চলছে। দীর্ঘদিনের অপেক্ষা এবং বঞ্চনার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক পদে স্কুল যোগাদান করলেন প্রিয়াঙ্কা।

SSC শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই বেশিরভাগ হবু শিক্ষকদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হবু শিক্ষকরা তাঁদের পছন্দের স্কুল বেছে নিতে পারছেন। কিছুদিনের মধ্যেই বাকিদের কাউন্সেলিং সম্পন্ন হবে।

দীর্ঘ ১০ বছরের অপেক্ষা কাটল। আপার প্রাইমারি শিক্ষক পদে যোগদান চলছে। দীর্ঘদিনের অপেক্ষা এবং বঞ্চনার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক পদে স্কুল যোগাদান করলেন প্রিয়াঙ্কা। তিনি বাংলা সহকারী শিক্ষক পদে যোগদান করলেন। দীর্ঘ অপেক্ষার পরেও নিয়োগ হওয়ায় খুশি তিনি।

দীর্ঘ ন’বছর গৃহশিক্ষিকা থাকার পরে এ বার তকমা পেলেন সরকারি স্কুলের শিক্ষিকার। দক্ষিণ কলকাতার বাসিন্দা প্রিয়াঙ্কা ২০১১-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেন। এর পরে শিক্ষকতার জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অধীনে উচ্চ প্রাথমিকে চাকরির জন্য নাম নথিভুক্ত করেন তিনি। পরীক্ষা ভালো হয়, পাশও করেন। তবে, যোগ্য হয়েও দুর্নীতির বেড়াজালে পিছিয়ে পড়েছিলেন মেধাতালিকায়। দু’বারে ইন্টারভিউ হয়। কিন্তু, আইনি জটিলতায় পিছিয়ে যায় নিয়োগ। চাকরি হয়নি তাঁর। এর পর থেকেই গ্রাস করতে থাকে হতাশা এবং মানসিক অবসাদ।

এই নিয়ে বলতে গিয়ে প্রিয়াঙ্কার কথায়, ‘‘এমন দিন গিয়েছে, রাতে ঘুমের ঘোরে কেঁদেছি। ঝড়-জল-বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় আন্দোলনে শামিল হয়েছি। অবশেষে কাজে যুক্ত হতে পেরে আনন্দও হচ্ছে। তবে পাশাপাশি মনও বেশ ভারাক্রান্ত।’’

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!