Homeপশ্চিমবঙ্গSSC: মোট ১,৮৭২ জনের তালিকা প্রকাশ এসএসসির! কাদের নাম আছে? জেনেনিন বিস্তারিত

SSC: মোট ১,৮৭২ জনের তালিকা প্রকাশ এসএসসির! কাদের নাম আছে? জেনেনিন বিস্তারিত

কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, যে প্রার্থীদের নাম প্যানেলে ছিল, তাঁদের কাউন্সেলিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনও কোনও প্রার্থী কাউন্সেলিংয়ে আসেননি। কোনও কোনও প্রার্থী আবার কাউন্সেলিং প্রত্যাখ্যান করেছেন।

SSC শিক্ষক নিয়োগ: আপার প্রাইমারির ১,৮৭২ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আপার প্রাইমারির শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। ২০১৬ সালের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যে ১০ শতাংশ পদ প্যারা টিচার বা পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত ছিল, সেখানে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল কমিশন।

প্রাথমিকভাবে ভেরিফিকেশন হয়ে গিয়েছে এই চাকরি প্রার্থীদের। যে প্রার্থীরা ৯০ শতাংশ পদে নিয়োগের জন্য ইতিমধ্যে পার্সোনালিটি টেস্টে বসেছেন, তাঁদের নাম নয়া তালিকায় নেই। কারণ তাঁদের আর নতুন করে পার্সোনালিটি টেস্ট দিতে হবে না।

তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে এই তালিকায় নাম আছে মানেই প্রার্থীরা যে পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবেন, তেমনটা নয়। ১:১.৪ অনুপাত এবং নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের তালিকায় প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হবে। আদালতের রায়, বয়সসীমা, নথি যাচাইয়ের বিষয়গুলি আছে। ফলে এখন যে তালিকা প্রকাশ করা হল, সেটা যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা নয়।

এদিকে, উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শেষ হয়েছে (৯০ শতাংশ আসন)। প্যানেলে থাকা মোট ৮,৭৪৯ প্রার্থীকে ডাকা হয়েছিল কাউন্সেলিংয়ের জন্য। তবে তাঁদের মধ্যে ২,০৭২ জন কাউন্সেলিংয়ে আসেননি বলে কমিশনের তরফে জানানো হয়েছে। 

এই নিয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, যে প্রার্থীদের নাম প্যানেলে ছিল, তাঁদের কাউন্সেলিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনও কোনও প্রার্থী কাউন্সেলিংয়ে আসেননি। কোনও কোনও প্রার্থী আবার কাউন্সেলিং প্রত্যাখ্যান করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!