SSC: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষা দফতরের ছাড়পত্র, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা!

3053
SSC supreme court

নিউজ ডেস্ক: অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা শিক্ষকরা! ছাড়পত্র দিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। নতুন ভাবে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নেবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তার আগেই তাঁদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ শুক্রবার দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

পড়ুন:  SSC-কে নতুন করে ২৬ হাজার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের, OBC মামলার নিষ্পত্তি ছাড়া নিয়োগ কি সম্ভব?

অনিয়মের অভিযোগে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হল।

জানা যাচ্ছে, একসঙ্গে প্রায় ৪২০০ জন শিক্ষক শিক্ষিকাদের পুরনো চাকরিতে ফেরানো হচ্ছে। পুরনো চাকরিতে ফেরার ছাড়পত্র শুক্রবার দিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এদিনই প্রায় ৪২০০ জনকে চাকরি পুনরায় দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। এই শিক্ষকরা আগের চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করেছিল। 

এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন কে চিঠি দিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ২০১৬-এর শিক্ষক নিয়োগে যারা পুরনো চাকরি ছেড়ে এসেছিলেন, তার মধ্যে থেকে এই তিন জায়গা থেকেই চাকরি ছেড়ে আর আসার সংখ্যা বেশি।

পড়ুন:  SSC: 'কী লাভ হবে? বৈঠকের নামে আসলে চাকরিহারাদের বোকা বানানো হচ্ছে' যা জানালেন বিকাশরঞ্জন