Homeপশ্চিমবঙ্গSSC শিক্ষক নিয়োগ: বাংলা মাধ্যম স্কুলের কাউন্সেলিং শুরু হলেই অন্য পরিস্থিতি দেখা...

SSC শিক্ষক নিয়োগ: বাংলা মাধ্যম স্কুলের কাউন্সেলিং শুরু হলেই অন্য পরিস্থিতি দেখা যাবে! যা জানাচ্ছেন এসএসসি-র কর্তাদের একাংশ

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ শুরু করার জন্য আন্দোলন চলছে। তবে প্রথম দফার কাউন্সেলিংয়ের পরে দেখা যাচ্ছে প্রায় ২৫ শতাংশ প্রার্থী অনুপস্থিত রয়েছেন। কেন ২৫ শতাংশের মতো প্রার্থী অনুপস্থিত, সেই প্রশ্ন উঠছে।

SSC শিক্ষক নিয়োগ: আদলতের নির্দেশ মেনেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তবে উচ্চ প্রাথমিকে অন্য ভাষার কাউন্সেলিংয়ে অনুপস্থিতি রয়েছেন বহু চাকরি প্রার্থী।  উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ শুরু করার জন্য আন্দোলন চলছে। তবে প্রথম দফার কাউন্সেলিংয়ের পরে দেখা যাচ্ছে প্রায় ২৫ শতাংশ প্রার্থী অনুপস্থিত রয়েছেন। কেন ২৫ শতাংশের মতো প্রার্থী অনুপস্থিত, সেই প্রশ্ন উঠছে।

যদিও এই নিয়ে এসএসসি-র কর্তাদের একাংশের মতে, অন্য ভাষার শিক্ষকেরা হয়তো অন্য রাজ্যে চাকরি পেয়ে গিয়েছেন। আসলে এই নিয়োগ প্রায় ১০ বছর পরে হচ্ছে। এতটা দীর্ঘ সময়ের মধ্যে অনেকেই অন্য চাকরি পেয়ে গেছেন। তবে তাঁদের আশা, বাংলা মাধ্যম স্কুলের কাউন্সেলিং শুরু হলে সেখানে প্রার্থীদের উপস্থিতির হার অনেকটা বাড়তে পারে।

স্কুল সার্ভিস কমিশন (SSC) হিন্দি, ইংরেজি, নেপালি, উর্দু মাধ্যম স্কুলের কাউন্সেলিং শেষ করে প্রার্থীদের সুপারিশপত্র দিল। SSC সূত্রে জানা গিয়েছে, বাংলা মাধ্যমের স্কুলের মধ্যে শুধু আরবি বিষয়ে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হয়েছে। তবে এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২৫ শতাংশ প্রার্থী অনুপস্থিত ছিলেন।

এই নিয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ‘‘আমাদের হিসাব অনুযায়ী, ৬৫৮ জন প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫০৯ জন।’’

স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, আগামী ১১ নভেম্বর-২৭ নভেম্বর বাংলা মাধ্যম স্কুলের কাউন্সেলিং চলবে। কাউন্সেলিংয়ের জন্য ৮০৯১ জনকে ডাকা হয়েছে।সংশোধন করা শূন্যপদের নতুন তালিকা ৫-৬ নভেম্বর নাগাদ ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।

পড়ুন:  SSC: প্রধান বিচারপতি পদে ডিওয়াই চন্দ্রচূড়ের সময় ফুরিয়ে গেল, কি হবে ২৬ হাজার চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ? শুনানি কবে?
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!