SSC: স্কুল সার্ভিস কমিশনের ফলাফল ও নিয়োগ নিয়ে ব্রেকিং আপডেট! উচ্চমাধ্যমিকে সফলরা মাধ্যমিক স্তরের কাউন্সেলিংয়ে অংশ নেবেন না?

3953
এসএসসি SSC শিক্ষক

SSC শিক্ষক নিয়োগ: চলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। যা জানা যাচ্ছে, তাতে আগামী শুক্রবার প্রকাশিত হচ্ছে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল। পরের সপ্তাহে প্রকাশ হবে নবম ও দশমের ফল।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করবে বলে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। একইসঙ্গে, নবম ও দশমের তালিকা প্রকাশিত হতে চলেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই।  

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বহু চাকরি প্রার্থী মাধ্যমিক (Classes IX-X) এবং উচ্চমাধ্যমিক (Classes XI-XII) — উভয় স্তরের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রথমে একাদশ-দ্বাদশেরপরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, এরপর ইন্টারভিউ নিয়ে নিয়োগের জন্য প্রস্তাবিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর ফলে যারা উচ্চমাধ্যমিক স্তরে নির্বাচিত হবেন, তারা মাধ্যমিক স্তরের কাউন্সেলিংয়ে অংশ নেবেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চমাধ্যমিক স্তরে পে স্কেল মাধ্যমিক স্তরের তুলনায় তুলনামূলকভাবে বেশি। ফলে দুটি পরীক্ষায় সফল হলে স্বাভাবিক ভাবেই চাকরি প্রার্থীরা উচ্চমাধ্যমিক স্তরে চাকরিতে যোগদান করবেন।

শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, উচ্চমাধ্যমিক স্তরের প্রার্থীদের উত্তরপত্র (OMR শিট) স্ক্যানিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফাইনাল আন্সার কি তৈরি করা হয়েছে, যা ফলাফল প্রকাশের আগে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।

একজন কমিশন আধিকারিক জানান, “আমরা চাই যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। আগামী ৩ নভেম্বর থেকে গ্রুপ সি ও ডি পদের নির্বাচনী পরীক্ষার জন্য অনলাইন ফর্ম জমা নেওয়া শুরু হবে। জানুয়ারি মাসে এই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

পড়ুন:  SSC: উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ হয়েছে, কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কবে থেকে? জেনেনিন

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাধ্যমিক স্তরের নির্বাচনী পরীক্ষায় প্রায় ২.৯১ লক্ষ প্রার্থী অংশ নেন। অপরদিকে, ১৪ সেপ্টেম্বর উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষায় অংশ নিয়েছেন ২.২৬ লক্ষেরও বেশি প্রার্থী। ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী।

পড়ুন:  অসাধারণ: রাজ্যে মাধ্যমিকে চতুর্থ হয়ে মা-হারা মহম্মদ সেলিম জানাল, 'ভালো মানুষ হতে চাই'

এসএসসি-র পাঁচটি অঞ্চল রয়েছে। সেগুলি হল পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দফতরের এক কর্তা বলেন, ‘‘ফলাফল প্রকাশিত হওয়ার পর দ্রুততার সঙ্গে ইন্টারভিউ সম্পন্ন করতে হবে। তাই কেন্দ্রীয় ভাবে নয়, আঞ্চলিক ভাবেই এই প্রক্রিয়া করা হবে।’’