SSC: চাকরিহারাদের সমস্যার দ্রুত সমাধানে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর, শিক্ষকদের প্রতিনিধিও থাকছেন

1824

নিউজ ডেস্ক: চাকরিহারাদের সমস্যার দ্রুত সমাধানে টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থাকছেন শিক্ষকদের প্রতিনিধিও। টাস্ক ফোর্স গঠন করেন বলে জানান কুণাল ঘোষ। সোমবার তাঁদের নিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় রকমের অভয় দিয়ে বলেন, যোগ্যদের কারোর চাকরি যাবেনা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা প্রত্যেকের পাশে আছেন বলে স্পষ্ট করে দিয়েছেন কুণাল ঘোষও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, মুখ্যমন্ত্রী প্রত্যেকের পাশে আছেন। যা বলার তিনি নেতাজি ইনডোরে সবিস্তারে জানিয়েছেন। এক্ষেত্রে টাস্ক ফোর্স গড়ার কথাও উল্লেখ করেন তিনি।

কুণাল বলেন, ‘ইনডোরের সভার পরে মুখ্যসচিবের নেতত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আইনি পথেই যে প্রক্রিয়া শুরু করেছেন, তাতে যাতে বিলম্ব না হয়, সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করা যায়, তা মনিটর করবে এই টাস্ক ফোর্স।’

কিন্তু কে কে থাকছেন এই টাস্ক ফোর্সে? কুণালের পোস্ট অনুযায়ী, শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধি -সহ কয়েকজন ওই টাস্ক ফোর্সে থাকবেন। চাকরিহারাদের অভয় দেন কুণাল। 

কুণাল ঘোষ পোস্টে লিখেছেন, “সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী। আজ নেতাজি ইন্ডোরের সভায় এবিষয়ে সবিস্তার বার্তা দিয়েছেন তিনি। ইন্ডোরের সভার পর এবিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন তিনি। তাতে থাকছেন শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী আইনি পথেই যে প্রক্রিয়া শুরু করেছেন, তাতে যাতে বিলম্ব না হয়, সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করা যায়, তা মনিটর করবে এই টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্নদের জট কাটানোর কাজ দ্রুত করার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন।”

পড়ুন:  SSC কাণ্ডে শুধু মেদিনীপুরেই সাড়ে তিন হাজার চাকরি দিয়েছিলেন শুভেন্দুই, বিরাট অভিযোগ কল্যাণের