SSC: দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে শনিবার অযোগ্যদের তালিকা (SSC tainted list) প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC)। আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য প্রার্থীদের তালিকা। এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে শনিবার অযোগ্য তথা টেন্টেড প্রার্থীদের তালিকা প্রকাশ করে দিল এসএসসি। তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
এই বিষয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রায় ১,৯০০ অযোগ্য শিক্ষকের নামের তালিকা তৈরি হয়েছে। এদিন ৮টার পর অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়।
আজ ৮টার পর তালিকা প্রকাশ করে এসএসসি। এদিকে তালিকা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
জানা গিয়েছে, নবম-দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগির প্রার্থীর সংখ্যা ৯৯৩ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীর তালিকা ৮১০ জন। এর মধ্যে নবম দশমে ওএমআর শিট (OMR) জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৮০৮ জন। এছাড়া rank জাম্প করে চাকরি পেয়েছেন বহু। মোট ৩৪ পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। নবম-দশমে এবং একাদশ-দ্বাদশে ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। নাম এবং রোল নম্বর-সহ উল্লেখ করা হয়েছে। স্কুল এবং বিষয়ের নাম নেই, প্রথম তালিকা বলে উল্লেখ করা হয়েছে।।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “আজ এসএসসি-র ১৮০৪ জন অযোগ্য নামের তালিকা প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল বাকিদের বিরুদ্ধে দুর্নীতির কোন প্রমাণ নেই। আমরা দাবি করছি ফ্রেশার্সদের জন্য পরীক্ষা হোক বাকিদের পরীক্ষার সামনে না ফেলে সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহাল করা হোক। আর অযোগ্যদের জায়গায় ২০১৬-র যোগ্য ওয়েটিংদের নিয়োগ দেওয়া হোক।”
Direct Link: https://drive.google.com/file/d/1hg1tfR_VjQQB6TEEjnHRiANe2m000bfU/view?usp=drivesdk
লিঙ্ক: http://old.westbengalssc.com/



