নিউজ ডেস্ক: এবার মুখ খুললেন বাংলার অন্যতম আইকন সৌরভ গাঙ্গুলী। এসএসসি নিয়ে মুখ খুললেন বাংলার দাদা। মন্তব্য করলেন, ‘আমাকে এসবের মধ্যে জড়াবেন না।’
তিনি বাংলার অন্যতম আইকন, দাদা। নিজেদের বিপদের দাদাকে পাশে পেতে চাইছেন যোগ্য শিক্ষকরা। আমন্ত্রণ জানাতে এর আগে তিনজন প্রতিনিধি সৌরভের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার নিজের বাড়িতে হাতজোড় করে বললেন, ‘আমাকে এসবের মধ্যে জড়াবেন না।’
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, চাকরিহারা শিক্ষকদের ডাকে ২১ তারিখের নবান্ন অভিযানে কি তিনি থাকবেন? সাংবাদিকের প্রশ্ন শুনে সৌরভ বলেন, ‘কী আছে? আমি জানি না।’ এরপরই হাতজোড় করে বলেন, ‘আমাকে রাজনীতিতে জড়াবেন না ভাই।
প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টে চাকরিহারাদের আপাতত স্বস্তি মিলেছে! আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘বহাল’ থাকছে যোগ্য সহকারী শিক্ষকদের চাকরি। তার মধ্যেই নতুন বিজ্ঞপ্তি করে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। যোগ্য শিক্ষকরা বেতন পাবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়ায় অনেক বদলের ভাবনা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। সেগুলি এবারে প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে এসএসসি। সরকারের অনুমতি মিললে নিয়োগবিধি বদলে ফেলা হবে বলে জানা গেছে।