SSC শিক্ষক নিয়োগ মামলা: চাকরিপ্রার্থীদের বিরোধিতা বিকাশের! আদালত এই নির্দেশ দিল

14840
বিকাশরঞ্জন ভট্টাচার্য

নিউজ ডেস্ক: মামলায় পক্ষ হওয়া নিয়ে চাকরিপ্রার্থীদের বিরোধিতা করলেন আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য। কেন মামলায় পক্ষভুক্ত হতে পারবে না? প্রশ্ন তুলে ২০ মার্চ এনিয়ে হলফনামা পেশের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কর্মশিক্ষা-শারীরশিক্ষা বা এসএলএসটি (SSC SLST) নিয়োগ মামলায় পক্ষ হতে চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রায় পাঁচশো চাকরিপ্রার্থী। 

শুক্রবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানিতে চাকরিপ্রার্থীদের আবেদনে আপত্তি জানান আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যদিও তাঁর মৌখিক আপত্তি না শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চেয়েছেন, কেন তাঁরা মামলায় পক্ষভুক্ত হতে পারবে না? ২০ মার্চ, পরবর্তী শুনানিতে এনিয়ে হলফনামা পেশ করে জবাবদিহি করতে হবে মূল মামলাকারীকে।

মূল মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দাবি, তাঁর মক্কেলকে অকৃতকার্য দেখিয়ে উলটো পথে নিয়োগের চেষ্টা করছে রাজ্য সরকার। এটা রাজ্য করতে পারে না।” যদিও রাজ্যের দাবি, “ক্যাবিনেটে এই শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীরা যাতে কর্মহীন না হন, তার জন্য রাজ্য এই পদ তৈরি করে। রাজ্যের এই অধিকার আছে।” সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন তার সঙ্গে এর যোগ নেই বলেও দাবি করা হয়।

পড়ুন:  BIG NEWS: শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দিল এসএসসি, বিস্তারিত জেনেনিন এক ক্লিকেই

সুপারিশপত্র পেয়ে কাজে যোগ দিতে পারছে না, এমন যোগ্য ৮১ জন প্রার্থীর আইনজীবী আশিসকুমার চৌধুরী এই মামলায় পক্ষভুক্ত হতে আবেদন জানান। তাঁর দাবি, “এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও অস্বচ্ছতা প্রমাণিত হয়নি। এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশেই নিয়োগ সম্পন্ন হয়েছে। সুতরাং যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁরা প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন। ফলে অকৃতকার্য কোনও প্রার্থী সফল তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ চ্যালেঞ্জ করতে পারে না।” তাতেই আপত্তি জানিয়েছিলেন মূল মামলাকারীর আইনজীবী।

পড়ুন:  এবার বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি উঠল! বিধানসভায় রিপোর্ট পেশ স্ট্যান্ডিং কমিটির

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে SLST-র মাধ‌্যমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও বিকাশরঞ্জন ভট্টাচার্যর এই মামলার কারণে নিয়োগ আটকে রয়েছে বলে অভিযোগ। ২০২২ সালে রাজ্য সরকারের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ নিয়ে এই মামলা।