SSC: ‘চাকরির দাবিতে সাদা খাতারাও মিছিলে’, ‘OMR দিন!’ সিবিআই দফতরে যাবেন চাকরিহারা শিক্ষকরা

1079
স্কুল সার্ভিস কমিশন

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার জন চাকরিহারা হয়েছেন। ইতোমধ্যেই আন্দোলনে নেমেছেন যোগ্য প্রার্থীরা। পাশাপাশি আন্দোলনে নেমেছেন অযোগ্যরাও। এবার যোগ্য চাকরিহারা শিক্ষকরা সিবিআই (CBI) দপ্তরে অভিযান চালাবেন। ১৭ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। শিক্ষকদের পক্ষ থেকে দাবি, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সিবিআইয়ের কাছে আমাদের দাবি পেশ করব।”

কিন্তু কেন এই অভিযান? 

এই বিষয়ে চাকরিহারা শিক্ষক নেতা রাজীব হাঁসদা বলেন, “সিবিআইয়ের কাছে আমাদের আবেদন, ওএমআর (OMR) শিট প্রকাশ করা হোক। এটি ওয়েবসাইটে বা সরাসরি আমাদের হাতে দেওয়া হোক। সিবিআই আগেই ওএমআর শিটের হার্ড ডিস্ক জব্দ করেছে, তাই তাদের কাছে এই তথ্য রয়েছে। এটা প্রকাশ হলে বোঝা যাবে কে প্রকৃতপক্ষে যোগ্য আর কে নয়।”  

অযোগ্যদের মিছিল নিয়ে ক্ষোভ

সম্প্রতি কিছু ‘অযোগ্য’ বলে চিহ্নিত চাকরিহারা শিক্ষকও কলকাতায় মিছিল করে চাকরি ফেরার দাবি তুলেছিলেন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন যোগ্য শিক্ষকরা। তাদের একাংশের অভিযোগ, “এই অযোগ্যদের জন্যই আমাদের সমস্যা বাড়ছে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে আমাদের সঙ্গে কথা বললেও, অযোগ্যরা কীভাবে প্রকাশ্যে মিছিল করলেন, তা বুঝতে পারছি না। কার উৎসাহে এটা হলো?”

পড়ুন:  SSC: এসএসসি শিক্ষক নিয়োগে বড় বদল অনা হল, মধ্যশিক্ষা পর্ষদের হাতে আর নয় নিয়োগের ভার, জেনেনিন আপডেট

এক শিক্ষকের তীব্র প্রতিক্রিয়া, “যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তারাও এখন রাস্তায় নামছেন? এটা কি করে সম্ভব!”

দ্বন্দ্বের মাঝে শিক্ষকরা

একদিকে যোগ্য দাবিদার শিক্ষকরা ধর্মতলায় অনশনে বসেছেন, অন্যদিকে অযোগ্য বলে চিহ্নিতরা চাকরি ফেরার দাবিতে সরব। এই বিভ্রান্তি আর হতাশার মধ্যেই কিছু শিক্ষক দিল্লির জন্তর মন্তরে ধর্ণা দিতে চলেছেন আবার কেউ কেউ নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। বাংলা নববর্ষেও চাকরিহারা শিক্ষকদের মন ভালো নেই। অনিশ্চয়তা আর হতাশায় রয়েছেন তারা। চাকরিহারা দের লক্ষ্য,নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং চাকরি ফেরত পাওয়া।