নজিরবিহীন: SSC পরীক্ষা না দিয়েই শিক্ষক পদে চাকরি! গ্রেফতার সেই প্রধান শিক্ষক

3073
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিরাট খবর সামনে এল। ভুয়ো নিয়োগের অভিযোগে ফের গ্রেফতার হলেন প্রাক্তন প্রধান শিক্ষক। গত বছর রাজ্যের সমস্ত সরকার পোষিত স্কুলের শিক্ষকদের সমস্ত নথি ফের ডিআই অফিসে জমা দিতে নির্দেশ দেয় বিকাশ ভবন। সেই নথি খতিয়ে দেখা যায় খামারচক হাই স্কুলের শিক্ষক অয়নকুমার দাসের নিয়োগ ভুয়ো।

পড়ুন:  BIG NEWS: বেতন বৃদ্ধির ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! কাদের জন্য?

২০০৯ সালে চাকরিতে নিযুক্ত ওই শিক্ষক SSC পরীক্ষাই দেননি। তার পরেও চাকরি পেয়েছেন তিনি। তদন্তে নেমে সিআইডি জানতে পারে, মোটা টাকার বিনিময়ে দুর্নীতি করে অয়নকুমার দাসকে স্কুলে নিয়োগ করেছিলেন স্কুলের সদস্য অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক অশোককুমার হাটুয়া। বিষয়টি প্রকাশ্যে আসার পর গত ৬ মার্চ তমলুক থানায় অভিযোগ দায়ের করেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পলাশ রায়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন অশোকবাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর সিআইডি তদন্তে এই খামারচক হাইস্কুলেরই শিক্ষক শুভেন্দু হাটুয়াকে গ্রেফতার করেছিল সিআইডি। সেই ঘটনাতেও গ্রেফতার হয়েছিলেন অশোকবাবুসহ ২ জন।

এর আগেও এক ভুয়ো শিক্ষককে নিয়োগ দেওয়ায় তাঁকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। জামিন পাওয়ার কয়েক মাসের মধ্যে ফের গ্রেফতার হলেন তিনি। ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় ফের গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক। 

পড়ুন:  SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, কি হল আজ?