SSC: এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারা ঐক্যমঞ্চ, ৩ প্রতিনিধিকেই থানায় নিয়ে গেল পুলিশ

2134
যোগ্য শিক্ষক

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। চাকরিহারিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরিহারারা। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারা ঐক্যমঞ্চ। তবে সৌরভকে চিঠি দিতে পারলেন না, ৩ প্রতিনিধিকেই ঠাকুরপুকুর থানায় নিয়ে গেল পুলিশ ! এদিন সন্ধেয় তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছে যায় সৌরভের বেহালার বাড়িতে। 

আসলে আগামী ২১ তারিখে যোগ্য চাকরিহারাদের জন্য ১২টি মঞ্চের তরফে ‘নবান্ন চলো’-র ডাক দেওয়া হয়েছে। এই ১২টি মঞ্চের মধ্যে থেকে আজ সন্ধেয় বেহালায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা মঞ্চের প্রতিনিধিরা। তিনজন সদস্য যান। তবে খবর পেয়ে সৌরভের বীরেন রায় রোডের বাড়ির কাছে পৌঁছে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ।

ওই প্রতিনিধি দলের হাতে খামবন্দি একটি চিঠি ছিল। প্রতিনিধিরা জানান, সৌরভের সঙ্গে তাঁরা কথা বলতে চান। কারণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের যাতে একটি বৈঠক করানো যায় , এর পাশাপাশি ২১ তারিখে তাঁরা যে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন তাতে যোগ দেওয়ার জন্য সৌরভকে আমন্ত্রণ জানাতে চান তাঁরা। যদিও সেটা করা যায়নি, পুলিশ ৩ প্রতিনিধিকেই ঠাকুরপুকুর থানায় নিয়ে যায়। 

পড়ুন:  SSC: ‘দিল্লিতে পুলিশের লাঠির সাইজ আট ফুট!’ যোগ্য ‘চাকরিহারাদের’ নিয়ে একি বলেন শুভেন্দু

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের আন্দোলন এবার দিল্লির মাটি ছুঁতে চলেছে। চাকরিহারাদের যন্তর মন্তরে ধরনার কর্মসূচি রয়েছে বুধবার। আগামী বুধবার দিল্লিতে যন্তরমন্তরে ধরনায় বসতে চলেছেন এরাজ্যের যোগ্য চাকরিহারাদের একাংশ। চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’ রবিবার সকালে একথা জানিয়েছে। সংগঠনের তরফে ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের। জানানো হয়েছে, ৭ মে-র পর আমরণ অনশনের ডাক দিয়ছেন সংগঠনের সদস্যরা। এখন দেখার বিষয়টি শেষপর্যন্ত কতদূর গড়ায়।