HomeকলকাতাSSC চাকরিপ্রার্থীদের 'হাইকোর্ট-চলো'! 'বিকাশ ভট্টাচার্যের অন্যায় মামলায় নিয়োগ আটকে..'

SSC চাকরিপ্রার্থীদের ‘হাইকোর্ট-চলো’! ‘বিকাশ ভট্টাচার্যের অন্যায় মামলায় নিয়োগ আটকে..’

নিউজ ডেস্ক: এবার চাকরির দাবিতে পথে নামলেন তৃনমূল নেতা কুণাল ঘোষ। কুণালের নেতৃ্ত্বে চাকরিপ্রার্থীদের ‘হাইকোর্ট-চলো’ অভিযান হল! মামলার ‘ফাঁসে’ আটকে চাকরি, দ্রুত নিয়োগের দাবিতে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। ২০১৬-র SLST শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় চাকরিপ্রার্থীদের মিছিল হল এদিন। 

তবে রানি রাসমণি অ্যাভিনিউয়েই মিছিল আটকে দিল পুলিশ। বাম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশ ভট্টাচার্যের অন্যায় মামলায় নিয়োগ আটকে আছে। এই অভিযোগ এদিন তোলা হয়। 

চাকরি প্রার্থীদের অভিযোগ একটাই, মামলা দীর্ঘায়িত হচ্ছে, বিলম্বিত হচ্ছে তাঁদের নিয়োগ। এনিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করছেন চাকরিপ্রার্থীরা। আর তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিলে হেঁটে ধরনায় বসলেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, ‘এরা হচ্ছে SLST ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন। এরা যোগ্য। পুরো দস্তুর যোগ্য। এদের কোনও সিবিআই নেই। সুপ্রিম কোর্টে সম্পর্ক নেই। রাজ্য সরকার, এদের দাবিতে সাড়া দিয়ে, সব আইনি দিক খতিয়ে দেখে এদের নিয়োগ দিয়ে দিয়েছেন। কিন্তু বিকাশ ভট্টাচার্য একটা অন্যায় মামলা করে, এদের নিয়োগ আটকে রেখেছে।’

SLST চাকরিপ্রার্থীদের নিয়ে কুণালের কথায়, ”এতদিন ধরে নিয়োগ মামলা আটকে রয়েছে আদালতে। বিকাশরঞ্জন ভট্টাচার্যর মতো কয়েকজন আইনজীবীর কারণে এত জটিলতা। তাঁরা বারবার মামলা করে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দিচ্ছেন। অথচ রাজ্য সরকার বারবার বলছে, শূন্যপদে নিয়োগে আগ্রহী। এতদিন ধরে ছেলেমেয়েরা পথে বসে আন্দোলন করছে, এখনও তাদের নিয়োগ প্রক্রিয়া এগোল না। ওঁরা এতটাই মানসিকভাবে বিপর্যস্ত, তা দেখে আমি সরে আসতে পারিনি। ওঁদের পাশে আছি। এ বিষয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করছি।”

পড়ুন:  প্রধান শিক্ষক নিয়োগ: রাজ্যের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments