নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে চাকরিহারাদের আপাতত স্বস্তি মিলেছে! আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘বহাল’ থাকছে যোগ্য সহকারী শিক্ষকদের চাকরি। তার মধ্যেই নতুন বিজ্ঞপ্তি করে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। যোগ্য শিক্ষকরা বেতন পাবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়ায় অনেক বদলের ভাবনা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের (SSC)। সেগুলি এবারে প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে এসএসসি। সরকারের অনুমতি মিললে নিয়োগবিধি বদলে ফেলা হবে বলে জানা গেছে।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর মিলেছে, নতুন প্রস্তাব অনুযায়ী, পরীক্ষার্থীরা উত্তরপত্র বা ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার পরেই হাতে পেয়ে যাবেন। পরীক্ষার পর তা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। এই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে। এর ফলে প্রার্থীরা নিজেদের উত্তরপত্র দেখে নম্বর হিসাব করে নিতে পারবেন।
শুধু তাই নয়, পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখতে এবারে ফলপ্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। সেক্ষেত্রে কে কত নম্বর পাবেন, পরীক্ষার পর ওই উত্তরপত্র দেখেই তার ধারণা করে নিতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার পর কাউন্সেলিং পর্বেও কিছু বদল আনা হতে পারে বলে জানা গেছে। ইন্টার্ভিউ ফিরিয়ে নিয়ে আসা হতে পারে।
এপ্রিল মাসের মধ্যেই নয়া নিয়োগবিধি প্রস্তুত করে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠাতে চায় এসএসসি বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর। নিয়োগবিধি প্রস্তুতির পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিও শুরু করেছে এসএসসি। ইতিমধ্যেই বিভিন্ন রিজিয়ানের চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক হয়েছে এসএসসি চেয়ারম্যানের! এমনই খবর মিলেছে। আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন।