SSC: আজ যোগ্য ও অযোগ্যদের দুই পর্যায়ে তালিকা প্রকাশ করবে এসএসসি, জেনেনিন শেষমুহূর্তের আপডেট

894
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: আজ যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন (SSC) আগের ঘোষনা মত সোমবারই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে এসএসসির। 

জানা যাচ্ছে, দুই পর্যায়ে এই তালিকা প্রকাশ হতে পারে। পাশাপাশি দেখানো হবে ওএমআর শিটও। তদন্ত করে সিবিআই যে সব ওএমআর শিট উদ্ধার করেছে সেগুলি প্রকাশ করা হবে ২১ তারিখের মধ্যে।  কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগ্য চাকরিহারাদের বৈঠক হয়। এরপরেই শিক্ষামন্ত্রী ঘোষনা করেন ২১ এপ্রিলের মধ্যেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। চাকরি বাতিলের জেরে আন্দোলনের আবহে চাকরিহারা যোগ্যদের একাংশের সঙ্গে বৈঠক করেছিলেন ব্রাত্য বসু।

এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেছিলেন, ‘‘আমরা তো আগেই জানিয়েছি যোগ্য-অযোগ্যদের তালিকা ২১ তারিখের মধ্যেই প্রকাশ করব। সেটাই আমরা অনুসরণ করছি। শিক্ষাকর্মীরা আমার কাছে এসেছিলেন। আইনি সহায়তা দেওয়ার বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। এর বাইরে বেশি কিছু বলার নেই। বললে আদালত অবমাননা হবে।’’

পড়ুন:  PhD Admission: গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর, পিএইচডি ভর্তির আবেদন চলছে

সেই মতো আজ সোমবার যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার জন্য তোড়জোড় শুরু করল এসএসসি করেছে। এদিকে আজ, ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা, চাকরিপ্রার্থী ও চাকরিজীবী ঐক্যমঞ্চ। অবিলম্বে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার দাবি উঠছে।