SSC: সুপ্রিম রায়ে স্কুলের চাকরি বাতিল, পুরনো পদে ফিরতে চান শিক্ষকরা! অনুমোদন দেবে শিক্ষা দফতর?

2031
নবান্ন ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ জনের। এর মধ্যে অনেকেই আগে বিভিন্ন দপ্তরে চাকরি করতেন। এই প্রার্থীদের পুরোনো কাজের জায়গায় ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে শীর্ষ আদালত। স্কুলের চাকরি বাতিল, পুরনো পদে ফিরতে চান ৭৫০ জনেরও বেশি শিক্ষক। অনুমোদন দেবে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। সরকারি দফতরের চাকরি ছেড়ে শিক্ষকতা করতে এসেছিলেন অনেকেই। তাঁদেরই ফিরে যাওয়ার প্রথম ধাপের কাজে এগিয়েছে শিক্ষা দফতর।

পড়ুন:  SSC: যোগ্য শিক্ষকদের নালিশ শুনেও আশ্বাস দিলনা এসএসসি, ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা

জানা গেছে, স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই ৭৫০ জন প্রার্থীর আবেদন খতিয়ে দেখেছে। সেই সব আবেদনপত্র অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। আবেদনের সংখ্যা হাজারের গণ্ডি পার করেছে। অনুমোদন পেলেই চাকরিহারা শিক্ষকেরা পূর্বের পদে ফিরে যেতে পারবেন। 

এই প্রার্থীরা পুরনো চাকরি ছেড়ে নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষকতায় যোগ দিয়েছিলেন। এর মধ্যে রয়েছেন প্রাথমিক শিক্ষক, স্বাস্থ্য দফতরের ক্লার্ক হিসেবে কাজ করেছেন এরকম বহু আবেদন। তাঁদের অন্য চাকরিতে ফেরার চূড়ান্ত অনুমতির জন্য পাঠানো হল নবান্নতে। 

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে যে চাকরি বাতিল হয়েছে সেখানে কোর্ট জানিয়েছিল যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে যোগদান করেছিলেন তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের সার্ভিস ব্রেক হবে না। সময় দেওয়া হয়েছিল তিন মাস।

পড়ুন:  Upper primary teacher appointment: বিপাকে বহু হবু শিক্ষক! সুপারিশপত্র থাকা সত্ত্বেও স্কুলে যোগ দিতে গিয়ে সমস্যা