SSC: ‘ধৈর্য ধরুন, মানসিক চাপ নেবেন না’, ‘যোগ্য’ চাকরিহারাদের সমাবেশে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

1740

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ ঠিক করতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ধৈর্য ধরুন, মানসিক চাপ নেবেন না’, ‘যোগ্য’ চাকরিহারাদের সমাবেশে যাচ্ছেন মমতা। ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পড়ুন:  ‘দ্রুত তালিকা প্রকাশ করুন’, শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদকে নির্দেশ হাইকোর্টের, কাদের কপাল খুলছে?

৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বঞ্চিত’ শিক্ষকদের সমাবেশে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে শিক্ষামন্ত্রী, মুখ্যসচিব ও আইনজীবীরা থাকবেন। তিনি বলেন, “ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। আপনারা নতুন আবেদন করতে পারবেন (পরীক্ষার জন্য)। আমরা পাশে আছি।” 

বিচারব্যবস্থাকে সম্মান জানিয়েও এই রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেননি। ২৫ হাজার ৭৫২জনের চাকরি বাতিল হয়েছে। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘বঞ্চিত’ শিক্ষকরা একটি অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে একত্রিত হওয়ার কথাও বলে। সেই আবেদনে সম্মতি দিয়ে আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১২টা ১৫নাগাদ সমাবেশে থাকবেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “বঞ্চিত শিক্ষকরা একটি অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান, সবাই একত্রিত হতে চান। সেখানে শিক্ষামন্ত্রী-সহ আমি ও মুখ্যসচিব, আইনজীবীরা থাকলে তাঁরা খুশি হবেন। তাতে সাড়া দিয়ে আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোরে দেখা করতে যাব। কথা বলতে তো কোনও অসুবিধা নেই।” সঙ্গে তিনি চাকরিহারাদের চিন্তা করতে বারণ করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী তিনমাসের মধ্যে সব কাজ করা হবে বলে জানিয়েছেন মমতা।