Homeপশ্চিমবঙ্গSSC ২৬ হাজার চাকরি বাতিল মামলা: যোগ্যদের চাকরি বহাল রাখতেই হবে, বিক্ষোভ...

SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলা: যোগ্যদের চাকরি বহাল রাখতেই হবে, বিক্ষোভ এবং স্মারকলিপি পেশ

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। মামলাটি ১ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। সেক্ষেত্রে সকাল ১০.৩০ নাগাদ মামলাটির শুনানি শুরু হবে। প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে। পুরো পরীক্ষা....

SSC চাকরি বাতিল মামলা: অযোগ্যদের চাকরি বাতিল হোক তবে যোগ্যদের চাকরি বহাল রাখতেই হবে! এই দাবি নিয়ে স্মারকলিপি পেশ করা হল। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে যোগ্য ও স্বচ্ছতার সঙ্গে নিযুক্তদের চাকরি বহাল রাখার দাবিতে তমলুকে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন শিক্ষক, শিক্ষিকারা।

মঙ্গলবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি তথা এসটিইএ-এর পক্ষ থেকে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে এই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, এই প্যানেলে নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর মামলা আগামী ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। এই পরিস্থিতিতে সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনেও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন শিক্ষক-শিক্ষিকারা।

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। মামলাটি ১ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। সেক্ষেত্রে সকাল ১০.৩০ নাগাদ মামলাটির শুনানি শুরু হবে। প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে। পুরো পরীক্ষা বাতিল, না খোঁজ ঘুষদাতাদের, শুনবে দেশের সর্বোচ্চ আদলত সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাই কোর্ট স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments