SSC: আদালতের রায়ের পর চাকরিহারাদের ভবিষ্যৎই কী? যা জানেলেন বিকাশ-ফিরদৌস

4353

কলকাতা: ২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) ২৬,০০০ শিক্ষক নিয়োগকে (SSC 26000 Job Cancellation) সম্পূর্ণ ‘বেআইনি’ ঘোষণা করে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটাল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে দেয়। এর মাধ্যমে কলকাতা হাইকোর্টের সেই রায়ই কার্যকর হয়, যাতে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলা হয়েছিল।  

গত ৩ এপ্রিলই সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে মূলত বহাল রেখে শুধুমাত্র কিছু গৌণ পরিবর্তন করেছিল। মঙ্গলবারের চূড়ান্ত রায়ে তা নিশ্চিত হয়েছে।

আদালতের এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতির মামলার দুই প্রধান আইনজীবী এই রায়কে স্বাগত জানিয়েছেন। মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, “এটাই হওয়ার ছিল। মুখ্যমন্ত্রী সকলকে বিভ্রান্ত করেছেন, এটা একটি পরিকল্পিত দুর্নীতি। তাই সুপ্রিম কোর্ট সঠিক পদক্ষেপই করেছে। এখন চাকরিপ্রার্থীদের কাছে একটাই পথ খোলা—নতুন করে পরীক্ষা দাও এবং পাশ করো। তবেই চাকরি মিলবে।”

পড়ুন:  SSC: ১৪,৩৩৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ, দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে ফের পথে নামতে চলেছেন হবু শিক্ষকরা

অপর আইনজীবী ফিরদৌস শামীম তার বক্তব্যে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়া একেবারেই দুর্নীতিগ্রস্ত ছিল, তাই যোগ্য ও দাগমুক্ত প্রার্থীদের বাছাই করা সম্ভব হয়নি। কারণ তারা ওএমআর শিটই নষ্ট করে দিয়েছিল। এই পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।”

এদিকে, এসএসসির রায় নিয়ে পুনর্বিবেচনার আবেদন বাতিল হওয়ার পর নতুন করে সংশোধনের আর্জি (কিউরিটিভ পিটিশন) জানাবেন না কর্তৃপক্ষ। নতুন নিয়োগের দিকেই মনোযোগ দিতে চায় স্কুল সার্ভিস কমিশন। ‌ তবে আদালতের এই নির্দেশে আইনি লড়াইয়ে পিছিয়ে যেতে রাজি নন চাকরিহারারা। তাঁরা কিউরিটিভ পিটিশন করতে চলেছেন।

পড়ুন:  BIG NEWS: শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দিল এসএসসি, বিস্তারিত জেনেনিন এক ক্লিকেই