SSC-কে নতুন করে ২৬ হাজার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের, OBC মামলার নিষ্পত্তি ছাড়া নিয়োগ কি সম্ভব?

2781
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট থেকে বড় খবর সামনে এসেছে। আপাতত স্বস্থি মিলেছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের। কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদলত। ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল। একই সঙ্গে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। বেতন পাওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত বা নিয়োগ শেষ হওয়া পর্যন্ত।

পড়ুন:  SSC: ২৬ হাজার চাকরি বাতিল! সুপ্রিম কোর্টে আজ শুনানি মধ্যশিক্ষা পর্ষদের আর্জির, কি হবে?

এখন প্রশ্ন উঠছে OBC মামলার নিষ্পত্তি ছাড়া নতুন নিয়োগ কি সম্ভব হবে? OBC মামলার সঙ্গে এই নিয়োগের সম্পর্ক নেই বলে বলছেন আইনজীবীদের একাংশ। আবার একটা অংশ মনে করছেন, ‘বিষয়টি নিয়ে নানা জটিলতা হতে পারে।’ 

ওবিসি মামলার সঙ্গে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যুক্ত এক আইনজীবী বলছেন, ‘এর সঙ্গে ওই মামলার সম্পর্ক নেই। যদি থাকেও সে ক্ষেত্রে, ২০১০ সালের আগে যে সমস্ত সার্টিফিকেট (ওবিসি) ইস্যু হয়েছে, তাঁরা ওবিসি হিসেবে এই চাকরিতে বসার সুযোগ পাবেন।’ 

ওবিসি মামলায় মামলাকারীদের পক্ষের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হ্যাঁ নিয়োগ সম্ভব। যেটা রটনা হচ্ছে সেটা ভুল। সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত কোনও স্থগিতাদেশ দেয়নি, নিয়োগ প্রক্রিয়া হতে কোনও বাধা নেই। যাঁরা সংরক্ষণ পাচ্ছিলেন, ওবিসি সাব-ক্যাটিগরি হিসেবে তাঁরা পাবেন না। অর্থাৎ, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সার্টিফিকেট পাওয়া প্রার্থীরা ওবিসি হিসেবে পরীক্ষায় বসতে পারবে না। তাঁদের জেনারেল ক্যাটিগরিতে পরীক্ষায় বসতে হবে।’ 

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত বছর ওবিসি মামলার রায় দেয়। ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ যেসব ক্যাটাগরি আগে থেকেই OBC তালিকায় ছিল, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। এখন দেখার বিষয়টি কিভাবে সমাধান হয়।