SSC: কিছু অযোগ্যর জন্য চাকরি যেতে বসেছে! মাথা মুড়িয়ে বিকাশ ভবন অভিযান ‘যোগ্য’ শিক্ষকদের, যে দাবি সামনে এল

নিজেদের চাকরির রক্ষার্থে আন্দোলনে নেমেছেন যোগ্য শিক্ষকদের একাংশ।

3242
যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশে চাকরিতে টানাপোড়েন তৈরি হয়েছে। এই অবস্থায় মাথা মুড়িয়ে বিকাশ ভবন অভিযান ‘যোগ্য’ শিক্ষকদের। বেশ কয়েক দিন ধরেই কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান করছেন শিক্ষক-শিক্ষিকারা। এদিন, ধর্মতলার ওয়াই চ্যানেলে অভিনব বিক্ষোভ ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের। 

যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক

শুক্রবার সকালে মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখালেন শিক্ষকরা। ২০১৬ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ করে পথে নেমেছেন তাঁরা। পরে সল্টলেকের বিকাশ ভবন অভিযান ‘যোগ্য” শিক্ষক-শিক্ষিকাদের। আন্দোলনকারীদের দাবি, চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা তৈরি করুক স্কুল সার্ভিস কমিশন। মাত্র ৮ শতাংশ অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যেতে পারেনা।

আন্দোলনকারী শিক্ষকদের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের সুদক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা করে দিতে হবে। দুর্নীতিমুক্ত শিক্ষক-শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে কমিশনকে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে দিয়ে সহযোগিতা করতে হবে। বৈধ এবং অবৈধ বাছাই করতে হবে। 

পড়ুন:  সঙ্কটজনক অবস্থা: অনশন আন্দোলনে জুনিয়র ডাক্তারদের প্রাণ সংশয় সংক্রান্ত বিষয়ে TEACHERS for RG KAR এর বিবৃতি

এদিন, পুলিশ আন্দোলনকারীদের আটকানোর জন্য রাস্তায় ব্যারিকেড করে রেখেছিল। প্রচুর পুলিশও মোতায়েন ছিল সল্টলেক এলাকায়। বিকাশ ভবনের অনেক আগেই তাঁদের আটকে দেওয়া হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, ২৬ হাজারের মধ্যে বেশির ভাগই যোগ্য প্রার্থী আছেন। অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি যোগ্যদের চাকরিও হারানোর আশঙ্কা করছেন তাঁরা।