SSC ২৬ হাজার চাকরি বাতিল: জবাব নেই প্রধানমন্ত্রীর দফতরের, হতাশ চাকরিহারারা

1410

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। চাকরির দাবিতে আন্দোলন করছেন যোগ্য চাকরিহারারা। তাঁদের একাংশ দিল্লিতে আন্দোলন করছেন। প্রায় ৪০ ঘণ্টার বাসযাত্রা শেষে বুধবার সকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০ জন শিক্ষক-শিক্ষিকা দিল্লি পৌঁছন। 

পড়ুন:  BEd: শুধুমাত্র প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এসএসসি চিঠিতে ‘বিএড ডিগ্রি’ উল্লেখ করা হয়েছে

নিজেদের বঞ্চনার কথা জানাতে প্রধানমন্ত্রীর দফতরে দেখা করার অনুরোধ জানালেও জবাব মিলল না। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির ফলে চাকরিহারা রাজ্যের যোগ্য শিক্ষকরাও দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর দেখা পেলেন না। প্রধানমন্ত্রীর দফতরে দেখা করার অনুরোধ করলেও জবাব মেলেনি। বুধবার দুপুরে দিল্লির যন্তর মন্তরে ঘণ্টা তিনেক ধর্নায় বসে প্রধানমন্ত্রী দফতর, রাষ্ট্রপতি ভবনের দফতর ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দফতরে স্মারকলিপি দিয়েই তাঁদের ফেরার বাস ধরতে হল।

চিন্ময় মণ্ডলের মতো চাকরিহারা শিক্ষকরা চেষ্টা করছিলেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দেখা না মিললেও যদি তাঁদের দফতরে স্মারকলিপি পৌঁছে দেওয়া যায়। শেষে নিরাপত্তাকর্মীদের চেষ্টায় কয়েক জন গিয়ে স্মারকলিপি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর দফতরে দেখা করার অনুরোধ নিয়ে জবাব না আসায় হতাশ চাকরিহারারা। 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আর জি কর হাসপাতালের নির্যাতিতার বাবা-মা দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যদিও প্রধানমন্ত্রীর দফতরে অনুরোধ জানালেও কোনও জবাবই মেলেনি।