অবাক কান্ড: SSC-র যোগ্য তালিকা থেকে বাদ আন্দোলনের মুখ, মুখ খুললেন চিন্ময় মন্ডল

1369

নিউজ ডেস্ক: এসএসসি’র ‘যোগ্য’ তালিকা থেকে বাদ পড়েছেন আন্দোলনের মুখ চিন্ময় মন্ডল। এসএসসির তালিকা দেখে রীতিমতো অবাক হয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় মণ্ডল। এই বিষয়ে ইতিমধ্যেই তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথাও বলেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিদ্ধার্থবাবু।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: ৭ম এসএলএসটি (এটি) পরীক্ষার্থীদের নথি পুনরায় যাচাইয়ের বিজ্ঞপ্তি

এসএসসি যোগ্য ১৫ হাজার ৪০৩ জনের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকা বিভিন্ন ডিআই অফিসে পাঠিয়েও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী। অযোগ্যদের বাদ দিয়ে ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের তালিকা তৈরি করা হয়। এর থেকে আরও ১ হাজার ৮০৩ জনের নামও বাদ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, ওই ১ হাজার ৮০৩ জনের ওএমআর শিটে নাকি একাধিক সমস্যা রয়েছে। 

এই বিষয়ে শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় বলেন, “ডিআই অফিসে পাঠানো তালিকায় কোনও অযোগ্যর নাম নেই। আমরা দেখেছি। তবে যোগ্য অনেকের নাম বাদ গিয়েছে। আমার এখন বারাকপুর ডিআই। প্রথম নিয়োগের সময় কসবা ডিআই ছিল। সেখান থেকে স্কুলে তালিকা পাঠানো হয়েছে। তাতে নাম নেই। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে।” 

পড়ুন:  BIG NEWS: সুপ্রিম কোর্ট থেকে আপাত স্বস্থি মিলল যোগ্য শিক্ষকদের, বিজ্ঞপ্তি দেওয়ার নিদের্শ SSC-কে

চিন্ময়ের দাবি, “এসএসসির চেয়ারম্যান তাঁকে বলেন এটা হওয়া উচিত নয়। যাঁদের বাদ গেল, তাঁদের নামের তালিকা তৈরি করে পাঠাতে বলা হয়েছে। নিশ্চয়ই দেখবেন।”