যারা আইনজীবীকে হেনস্থা করেছে তাদের চিহ্নিত করুন: কলকাতা পুলিশকে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ

1403
বিকাশরঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামিম
ফাইল চিত্র

নিউজ ডেস্ক: সোমবার কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত চত্বরে আইনজীবীদের হেনস্তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে।

শুক্রবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম, চাকরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে বিক্ষোভকারীদের দ্বারা হেনস্থা করা হয়েছিল।

প্রধান বিচারপতি টি.এস. শিবগ্নানাম সোমবার বিষয়টি শুনানির জন্য এলে বলেন, “তারা রায়ে অসন্তুষ্ট হলে তারা সবসময় আপিল করতে পারে। এভাবে প্রতিবাদ করা যাবে না। জড়িতদের চিহ্নিত করতে হবে।” 

বার অ্যাসোসিয়েশন শুক্রবার বিক্ষোভের জন্য হাইকোর্টের দরজায় কড়া নাড়ছিল যেখানে আইনজীবী ভট্টাচার্য এবং শামীমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন সুপারনিউমারারি পদ সৃষ্টি নিয়ে মামলা বিলম্বিত করা হচ্ছে।

পড়ুন:  SSC: চলেছে টানা কাউন্সেলিং, শিক্ষক পদে 'না' ৩০০ বেশি চাকরিপ্রার্থীর, বড় খবর সামনে এল

বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠেছিল। দিনের শুনানি শেষ হওয়ার পর শুরু হয় বিক্ষোভ।

একজন আইনজীবী বলেন, আইনজীবীদের লাঞ্ছিত ও ঘেরাও করার সময় পুলিশ নীরব সাক্ষী ছিল।

আন্দোলনকারীদের কেউ কেউ দাবি করেন, সুপারনিউমারারি প্রার্থীদের ওপর করা মামলা প্রত্যাহার করতে হবে।

পড়ুন:  বড় খবর: ফের নিয়োগ বিজ্ঞপ্তি দিল WBSSC, রাজ্যে ১৯৪১ শূন্যপদে নিয়োগ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন

এই মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্ট 2016 সালের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের সম্পূর্ণ প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী ভট্টাচার্য এবং অভিজিৎ গাঙ্গুলীকে দোষারোপ করেছিলেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারক আদালতের রায়ের জন্য তমলুক থেকে বিজেপির সাংসদ হয়েছিলেন যা নিয়োগ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্থ বলে বর্ণনা করেছিল।

পড়ুন:  ছুটি ঘোষণা: ফের ছুটি ঘোষণা রাজ্য সরকারের; সব সরকারি অফিস, স্কুল, কলেজ থাকবে বন্ধ

সুপ্রিম কোর্ট যেদিন রায় দিয়েছিল, সেদিন মমতা প্রশ্ন করেছিলেন বিকাশ ভট্টাচার্যকে কেন রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা উচিত নয়?